স্পোর্টস ডেস্ক
২৪ জুলাই ২০২৫, ১১:৪৩ এএম
ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম)। প্রথমে ভেন্যু নিয়ে কিছু মতবিরোধ থাকলেও শেষ পর্যন্ত সব দেশের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে, যা বাংলাদেশের কূটনৈতিক সফলতা হিসেবেই দেখা হচ্ছে।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভায় যোগ না দেওয়ার হুমকি দিয়েছিল, আর শোনা যাচ্ছিল আফগানিস্তান ও শ্রীলঙ্কাও তাদের পাশে থাকবে। তবে নাটকীয় মোড় নিয়ে একদিন আগেই জানানো হয়, ভারত সভায় ভার্চুয়ালি যোগ দিচ্ছে। এরই মধ্যে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রতিনিধি ঢাকায় পৌঁছেছেন। শ্রীলঙ্কা ও নেপালও অনলাইনে সভায় অংশ নেবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, "আমরা এই সভা সফলভাবে আয়োজনের জন্য সবাইকে রাজি করাতে পেরেছি। যারা সরাসরি আসতে পারছে না, তারা অনলাইনে যোগ দেবে। আফগানিস্তান সরাসরি এসেছে, ভারত ও শ্রীলঙ্কা অনলাইনে থাকছে।"
ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্নে বুলবুল বলেন, "ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক সবসময় ভালো ছিল, এখনও ভালো আছে। সিরিজ স্থগিত হলেও দুই বোর্ড একসঙ্গে বসে সময় নির্ধারণ করেছে।"
তিনি আরও জানান, সভার আগের দিন ও এদিন বিসিসিআই-এর সঙ্গে তার ব্যক্তিগতভাবে যোগাযোগ হয়েছে। তাঁর মতে, সম্পর্কের ভিত্তি আগের মতোই দৃঢ় রয়েছে।
২৪ ও ২৫ জুলাই অনুষ্ঠিত এই সভায় সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হলো আসন্ন এশিয়া কাপ। ছয় দলের এই টুর্নামেন্টের আয়োজক ভারত, তবে পাকিস্তান সেখানে খেলতে না যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। এই সমস্যার কারণে এখনও টুর্নামেন্টের সূচি কিংবা ভেন্যু চূড়ান্ত হয়নি। আশা করা হচ্ছে, ঢাকার এই সভায় এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।