স্পোর্টস ডেস্ক
২৪ জুলাই ২০২৫, ১০:৩১ এএম
ঢাকায় আজ (বৃহস্পতিবার) শুরু হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম)। ভারতের সম্ভাব্য বয়কট ঘিরে কিছুটা অনিশ্চয়তা তৈরি হলেও শেষ পর্যন্ত সবকিছু স্বাভাবিকভাবেই অনুষ্ঠিত হচ্ছে।
পাঁচতারকা এক হোটেলে অনুষ্ঠিতব্য এজিএমে সভাপতিত্ব করতে বুধবার রাতেই ঢাকায় এসেছেন এসিসি চেয়ারম্যান ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নকভি। তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বেও আছেন।
বিশ্বস্ত সূত্র ও ক্রিকবাজের খবর অনুযায়ী, ভারতসহ টেস্ট খেলুড়ে এশিয়ার সব দেশ একাধিক ইস্যুতে একমত হয়েছে। বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান—এসিসির প্রধান সদস্য দেশগুলো সভায় অংশ নিচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন প্রতিনিধি ভার্চুয়ালি সভায় যুক্ত হবেন বলে জানা গেছে।
এর আগে ভারত ঢাকায় এজিএম আয়োজনের বিরোধিতা করে তাতে না থাকার হুমকি দিয়েছিল। পরে শ্রীলঙ্কা ও আফগানিস্তানও সেই অবস্থানে সংহতি জানায়। ভারতের পাশে ছিল সহযোগী দেশ ওমানও। তবে সব জটিলতার অবসান ঘটিয়ে আজ দুপুর ২টায় সভা শুরু হয়।
ঢাকায় পৌঁছানোর পর এসিসি চেয়ারম্যান মহসিন নকভিকে ফুল দিয়ে স্বাগত জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পরে নকভি সৌজন্য সাক্ষাৎ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে। সেখানে মাইলস্টোন স্কুলে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানান তিনি।
সাক্ষাতে দুই দেশের ক্রীড়াক্ষেত্রে—বিশেষ করে ক্রিকেট, হকি ও কাবাডিতে—সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
বিসিবি সভাপতি জানান, এসিসির পক্ষ থেকেই বাংলাদেশকে বার্ষিক সাধারণ সভা আয়োজনের প্রস্তাব দেওয়া হয়। তিনি বলেন, ‘আমরা কেবল লজিস্টিক সাপোর্ট দিয়েছি, প্রোগ্রামটি পুরোপুরি এসিসির।’
এজিএমের পাশাপাশি এসিসি ও পিসিবি চেয়ারম্যান নকভির সঙ্গে আলাদা বৈঠকে বসবেন বিসিবি সভাপতি। এ বিষয়ে আমিনুল ইসলাম বলেন, ‘একইসঙ্গে যেহেতু তিনি পিসিবিরও প্রধান, আমরা দ্বিপাক্ষিক সিরিজ বাড়ানোর বিষয়ে আলোচনা করব।’