images

স্পোর্টস / ক্রিকেট

রিয়ালের ১০ নম্বর জার্সির নতুন মালিক এমবাপে!

স্পোর্টস ডেস্ক

২৩ জুলাই ২০২৫, ০৬:০৪ পিএম

অনেক নাটকীয়তা শেষে গত মৌসুমে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন কিলিয়ান এমবাপে। রিয়ালে প্রথম মৌসুমে খেলেছেন ৯ নম্বর জার্সি পরে। তবে নতুন মৌসুমে সেই নম্বর বদলাতে চলেছে।

রিয়াল মাদ্রিদের হয়ে দীর্ঘদিন ১০ নম্বর জার্সি পরা লুকা মদ্রিচ সম্প্রতি ক্লাব ছেড়ে এসি মিলানে যোগ দিয়েছেন। ফলে ফাঁকা হয়েছে ক্লাবটির অন্যতম প্রতীকী এই জার্সিটি।

এই ১০ নম্বর জার্সি এবার তুলে দেওয়া হতে পারে ফরাসি তারকা এমবাপের হাতে। ফ্রান্স জাতীয় দলেও এই নম্বরের জার্সি গায়ে খেলেন তিনি। স্পোর্টস চ্যানেল ইএসপিএনের খবরে বলা হয়েছে, রিয়াল কর্তৃপক্ষ এমবাপেকে ১০ নম্বর জার্সি দেওয়ার পরিকল্পনা করছে। সবকিছু ঠিক থাকলে মৌসুমের শুরুতেই ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ তাকে জার্সিটি হস্তান্তর করবেন।

গত মৌসুমে লা লিগায় ৩১টি গোল করেছেন ২৬ বছর বয়সী এমবাপে। আগামী ২০ আগস্ট লা লিগার নতুন মৌসুমে ওসাসুনার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। নতুন জার্সি গায়ে সেই ম্যাচেই দেখা যেতে পারে এমবাপেকে।