স্পোর্টস ডেস্ক
২৩ জুলাই ২০২৫, ০৪:৩৪ পিএম
লর্ডস টেস্টে রোমাঞ্চকর জয় পেয়েও মন্থর ওভার রেটের কারণে চ্যাম্পিয়নশিপ পয়েন্ট হারাল ইংল্যান্ড। ভারতের বিপক্ষে ২২ রানে জিতলেও সময়মতো নির্ধারিত ওভার শেষ না করায় ২ পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি। সেই সঙ্গে খেলোয়াড়দের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানাও করা হয়েছে।
এতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এক ধাপ নেমে গেছে ইংল্যান্ড। ৬১.১১ শতাংশ পয়েন্ট নিয়ে তারা এখন তৃতীয় স্থানে। দ্বিতীয় স্থানে আছে শ্রীলঙ্কা (৬৬.৬৭ শতাংশ) এবং শীর্ষে আছে অস্ট্রেলিয়া, যারা ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ১০০ শতাংশ পয়েন্টে রয়েছে।
এর আগের আসরেও মন্থর ওভার রেটের জন্য বহু পয়েন্ট হারায় ইংল্যান্ড। অ্যাশেজ সিরিজে চার ম্যাচে ১৯ পয়েন্ট এবং নিউজিল্যান্ডের বিপক্ষে আরও ৩ পয়েন্ট কাটা হয়েছিল, যার ফলে ফাইনালে ওঠার সুযোগ হারিয়েছিল তারা।
এই ধারাবাহিক শাস্তিতে হতাশ ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। চতুর্থ টেস্টের আগের দিন সংবাদমাধ্যমে তিনি বলেন, “ওভার রেট নিয়ে আমি চিন্তিত নই, কিন্তু এই নিয়মের কাঠামো এখন পুনর্বিবেচনা করা দরকার। স্পিন নির্ভর এশিয়ার সঙ্গে পেস নির্ভর ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে এক নিয়ম চলতে পারে না। স্পিনারদের ওভার শেষ হতে সময় কম লাগে, পেসারদের বেশি।”
তিনি আরও বলেন, “ভিন্ন কন্ডিশনে আলাদা সময়সীমা নির্ধারণ করা উচিত। এতে করে খেলোয়াড়দের প্রতি আরও ন্যায্যতা বজায় থাকবে।”
পাঁচ ম্যাচ সিরিজে বর্তমানে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। চতুর্থ টেস্ট শুরু হবে বুধবার, ওল্ড ট্র্যাফোর্ডে।