স্পোর্টস ডেস্ক
২৩ জুলাই ২০২৫, ০২:৫৫ পিএম
ক্রিকেটের ইতিহাসে এমন দৃশ্য সত্যিই বিরল, বাবা এবং ছেলে একে অপরের প্রতিপক্ষ হয়ে মাঠে নামছেন। সেই অদ্ভুত আর আবেগঘন মুহূর্তের সাক্ষী হলো আফগানিস্তানের শপাগিজা ক্রিকেট লিগ। যেখানে একদিকে ছিলেন দেশের কিংবদন্তি অলরাউন্ডার মোহাম্মদ নবি, অন্যদিকে তারই ১৮ বছর বয়সী ছেলে হাসান ঈসাখিল।
ম্যাচের রোমাঞ্চ বাড়িয়ে তোলে নবম ওভারে ঘটে যাওয়া এক ঘটনাই। মিস আইনায়াক রিজিওনের হয়ে বল করতে আসেন মোহাম্মদ নবি। বিপরীতে ব্যাট হাতে দাঁড়িয়ে ছেলে হাসান। প্রথম বলেই বাবাকে চমকে দিয়ে মিড উইকেটের উপর দিয়ে বিশাল ছক্কা হাঁকিয়ে দেন হাসান। মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যম ও গ্যালারিতে আলোচনার ঝড়।
এই ম্যাচে হাসান খেলেন দুর্দান্ত এক ইনিংস- ৩৬ বলে করেন ৫২ রান, যার মধ্যে ছিল ৫টি চারে ও ২টি ছক্কা। তার দল আমু রিজিওন করে ১৬২ রান।
নবি নিজের করা একমাত্র ওভারে ১২ রান দিয়ে আর বল হাতে নেননি। তবে ব্যাট হাতে নেমে তিনিও একটি ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দেন তিন ওভার বাকি থাকতেই।
ম্যাচের আরেকটি আলোচিত মুহূর্ত আসে ছক্কার পর। ছেলের ছক্কা হজম করে যখন নবি পেছনে হাঁটছিলেন, তখন হাসান তার দিকে কিছু একটা বলেন। দুজনের কারোর মুখেই হাসির ছাপ ছিল না, যা দেখে অনেকেই ধারণা করছেন, এটি ছিল একটু তির্যক মন্তব্য।
তবে মাঠের লড়াই শেষে জয় হাসে অভিজ্ঞতার মুখে। বাবার দলই শেষ পর্যন্ত জয়ের হাসি হাসে।