স্পোর্টস ডেস্ক
২৩ জুলাই ২০২৫, ০১:১৭ পিএম
কদিন আগেই পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে পাত্তাই পায়নি বাংলাদেশ। তবে ঘরের মাঠে ফিরেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে লিটন দাসের দল। টানা দুই ম্যাচে জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। এই হারে হতাশা প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার রমিজ রাজা।
ম্যাচ শেষে নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, 'ম্যাচ এবং সিরিজ, দুটোই পাকিস্তানের হাতছাড়া হয়ে গেছে। বাংলাদেশকে অভিনন্দন, তারা প্রমাণ করে দিয়েছে কঠিন কন্ডিশনে কীভাবে ব্যাটিং-বোলিং করতে হয়। গ্যালারি ভর্তি ছিল, দলটির স্পিরিটও ছিল দারুণ। জাকের আলীর ইনিংস স্পষ্ট বার্তা দিয়েছিল যে তারা ম্যাচটা বের করে আনবে, সেটাই হয়েছে।'
পাকিস্তানের ব্যাটিং লাইনআপ নিয়ে বিশেষভাবে হতাশ রমিজ। অধিনায়ক সালমান আঘার পারফরম্যান্স নিয়েও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন,'টপ অর্ডার ব্যর্থ হয়েছে। সাইম আইয়ুব রান আউট, ফখর জামান বাজে শটে আউট। সালমান আঘা দুই ম্যাচেই ব্যর্থ। এভাবে নেতৃত্ব দেওয়া যায় না। ব্যাটিং ও নেতৃত্ব—দুই জায়গাতেই দুর্বলতা স্পষ্ট।'
বাংলাদেশের প্রশংসা করেছেন পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার কামরান আকমলও। তিনি বলেন,'শ্রীলঙ্কার পর এবার পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ দেখিয়ে দিচ্ছে তারা দারুণ ক্রিকেট খেলছে। জাকের আলীর ব্যাটিং, শেখ মেহেদীর জুটি, সবই ছিল অনুপ্রেরণামূলক। শুরুটা খারাপ হলেও ওরা ঘুরে দাঁড়িয়েছে। পুরো বাংলাদেশ দল, লিটন দাস এবং দেশের মানুষকে শুভেচ্ছা জানাই।'