images

স্পোর্টস / ক্রিকেট

ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানকে বড় লক্ষ্য দিতে পারল না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

২২ জুলাই ২০২৫, ০৭:৪৯ পিএম

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিতেছে বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ মাঠে নেমেছে দ্বিতীয় ম্যাচে। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ম্যান ইন গ্রিনদের অধিনায়ক সালমান আঘা। ব্যাট করতে নেমে শুরুটাই ভালো হয়নি স্বাগতিকদের। ২৮ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল লাল-সবুজের দল। তবে জাকের আলী অনিকের ৪৮ বলে ৫৫ রানের ইনিংসের সুবাদে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৩৩ রান করেই অল আউট হয় বাংলাদেশ। 

প্রথম ম্যাচ জয়ের পর আজ একাদশে দুইটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। ওপেনিংয়ে নেই তানজিদ তামিম। পারভেজ ইমনের সঙ্গে ম্যাচ ওপেন করতে নামেন নাইম শেখ। তবে নাইম সুযোগ কাজে লাগাতে পারেননি। উইকেটকিপারের মুঠোবন্দী হয়ে ৭ বলে ৩ রান করে বিদায় নেন তিনি। 

এদিকে নাইম আউট হওয়ার পর ক্রিজে ইমনের সঙ্গী হন লিটন দাস। তবে লাল-সবুজের দলের অধিনায়ক আজও দলের হাল ধরতে পারেননি। ৯ বলে ৮ রান করে সালমান মীর্জার বলে হাসান নওয়াজের মুঠোবন্দী হয়ে ফিরতে হয় তাঁকে। 

এরপর ক্রিজে ইমনের সঙ্গী হন তাওহিদ হৃদয়। তবে তিনিও দলের হাল ধরতে ব্যর্থ হন। ৩ বলে ০ রান করে রান আউট হয়ে ফিরতে হয় তাঁকে। এদিকে দ্রুত উইকেট হারানোর ধারাবাহিকতায় এরপর যোগ দেন ইমন নিজেও। ১ ছয় আর ১ চারে ১৩ রান করে আউট হন তিনি। এরপর শেখ মেহেদিকে নিয়ে দলের হাল ধরেন জাকের আলী। 

এ দুজন মিলে ৫ম উইকেটে গড়েন ৫৩ রানের জুটি। ২৫ বলে ৩৩ রানের আক্রমণাত্মক ইনিংস খেলে আউট হন মেহেদী। এরপর শামীম হোসেন-তানজিম সাকিব-রিশাদ হোসেনও ফিরেন দ্রুতই। শেষ পর্যন্ত জাকের আলির ৫৩ রানের ইনিংসের সুবাদেই জির্ধারিত ২০ ওভারে ১৩৩ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ।