স্পোর্টস ডেস্ক
২২ জুলাই ২০২৫, ০৩:২৮ পিএম
ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে হেরেছে ভারত। সে ম্যাচে দুই দলের কথার লড়াই জমেছিল ভালোই। সফরকারীদের অধিনায়ক শুবমান গিলকেও বেশ আগ্রাসী ভঙ্গিতেই দেখা গেছে। গিলের সাম্প্রতিক আচরণ নিয়ে যখন আলোচনা চলছে তখন সরাসরি পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং। ইংলিশদের বিপক্ষে চলতি সিরিজে মাঠের উত্তেজনায় গিলের আগ্রাসী ভঙ্গিমা অনেকের নজর কেড়েছে। তবে পন্টিং মনে করেন, গিলকে এখনই শিখে নিতে হবে কখন আগ্রাসন দেখাতে হবে আর কখন তা নিয়ন্ত্রণে রাখতে হবে।
গত সপ্তাহে লর্ডসে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্টে দু’দলের মধ্যে উত্তেজনার পারদ চড়েছিল ভালোই। প্রথম ইনিংসে দুই দলই করেছিল ৩৮৭ রান। এরপর দিনের খেলা শেষ হওয়ার আগে দুই ওভার করাতে চেয়েছিল ভারত। কিন্তু ইংলিশ দুই ওপেনার জাক ক্রলি ও বেন ডাকেট মাঠে নামতে দেরি করেন। সেখান থেকেই শুরু হয় তর্কাতর্কি, গিলের সঙ্গে শুরুতে কথা কাটাকাটি হয় ক্রলির, এরপর বেন ডাকেটের দিকেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান গিল।
এই ঘটনার ব্যাখ্যায় পন্টিং বলেন, “আমি যেটুকু জানি শুভমানকে, ওর কাছ থেকে এমন আচরণ আগে কখনও দেখিনি। একটু অপ্রত্যাশিতই লেগেছে। আপনি ওকে কাছ থেকে চিনলে বুঝবেন, সাধারণত সে এমন আচরণ করে না।”
তবে এখানেই থামেননি পন্টিং। তিনি গিলের পক্ষে যুক্তিও দাঁড় করিয়েছেন, “এই টেস্টে ওর ওই আচরণটাকে আমি দেখেছি একজন অধিনায়কের দলকে একসাথে টেনে নেওয়ার চেষ্টা হিসেবে। এটা তার দল, সেটা বোঝাতে চেয়েছে। গেমপ্লে কেমন হবে সেটার ছাপ রাখতে চেয়েছে। আরেকটু পরিষ্কার করে বললে, প্রতিপক্ষের দেওয়া চাপে একটা জবাব দিতে চেয়েছে।”

পন্টিং, যিনি চারটি আলাদা সফরে ইংল্যান্ডে টেস্ট খেলেছেন এবং দুবার অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন, জানেন ইংল্যান্ডে খেলা কতটা কঠিন হতে পারে, “ইংলিশ দর্শকরা খেলার ভীষণ ভক্ত হলেও, যখন প্রতিপক্ষ হয় অস্ট্রেলিয়া বা ভারত, তখন পরিবেশ হয়ে যায় একেবারে প্রতিদ্বন্দ্বিতামূলক। মিডিয়াও পিছনে লেগে থাকে।”
ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে গিলের আচরণের মিল খুঁজে পেয়েছেন পন্টিং। তার ভাষায়, “গিল এখন দলের উপর নিজের ছাপ রাখছে, যেটা বিরাট কোহলিও করতেন। রোহিতও নেতৃত্ব দিতেন, তবে তিনি সরাসরি প্রতিপক্ষের সঙ্গে এভাবে জড়াতেন না। বরং নিজের দলের সদস্যদের দিকেই বেশি মনোযোগ থাকত তার। আমি দারুণ উপভোগ করেছি যখন গিল মাঠে দাঁড়িয়ে নিজের সিদ্ধান্তে অটল থেকেছে।”
তবে এখনো সিরিজ শেষ হয়ে যায়নি। সিরিজে বর্তমানে ২-১ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক ইংল্যান্ড। আগামী ২৩ জুলাই ম্যানচেস্টারে শুরু হচ্ছে চতুর্থ টেস্ট, যেখানে দুই দলের মুখোমুখি লড়াই আরও রোমাঞ্চকর হতে যাচ্ছে বলেই ধারণা করছেন বিশ্লেষকরা।