স্পোর্টস ডেস্ক
২২ জুলাই ২০২৫, ০১:২৫ পিএম
আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে স্থায়ীভাবে নয়, তারা অ্যাস্টন ভিলাকে ধারে নেয়ার প্রস্তাব দিয়েছে।
তবে প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছে ভিলা। ক্লাবটি মনে করছে, মার্টিনেজকে ধারে ছাড়লে তা তাদের জন্য লাভজনক হবে না। বরং তারা তার জন্য বড় অঙ্কের ট্রান্সফার ফি চাচ্ছে, যা ইউনাইটেডের পরিকল্পিত বাজেটের বাইরে।
ম্যানইউয়ের মূল গোলরক্ষক আন্দ্রে ওনানা ইনজুরিতে পড়েছেন। ফলে নতুন মৌসুমের আগে একজন অভিজ্ঞ গোলরক্ষক খুঁজছেন কোচ রুবেন আমোরিম।
এর আগে মার্টিনেজ সৌদি প্রো লিগের বড় অঙ্কের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন। ২০২৯ সাল পর্যন্ত অ্যাস্টন ভিলার সঙ্গে চুক্তিতে থাকা মার্টিনেজের পারিশ্রমিক এবং দলবদলের মূল্যও কম নয়।
এই মুহূর্তে তিনি ভিলার প্রাক-মৌসুম প্রস্তুতিতে অনুশীলন করছেন। জার্মানি ও যুক্তরাষ্ট্র সফরের জন্য ঘোষিত প্রাথমিক দলেও তাকে রেখেছেন কোচ উনাই এমেরি।