images

স্পোর্টস / ক্রিকেট

এশিয়া কাপ অনিশ্চয়তায়: কোটি টাকার ক্ষতির মুখে পাকিস্তান!

স্পোর্টস ডেস্ক

২২ জুলাই ২০২৫, ১২:৫৩ পিএম

সম্প্রতি ভারতের পহেলগামতে জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক কার্যত ছিন্ন করেছে ভারত। এর প্রভাব পড়তে পারে আসন্ন এশিয়া কাপের উপরেও। এমন পরিস্থিতিতে তৈরি হয়েছে চূড়ান্ত অনিশ্চয়তা, যার ফলে বড় সমস্যায় পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

ভারতের ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য স্পষ্ট জানিয়েছেন, যদি আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারত-পাকিস্তান মুখোমুখি হয়, তাহলে সরকারের পক্ষ থেকে কোনও বাধা নেই। কিন্তু পহেলগামতে হামলার পর দেশজুড়ে তৈরি হওয়া ক্ষোভের ফলে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এশিয়া কাপ থেকে সরে দাঁড়াতে পারে বলেই মনে করা হচ্ছে। যদি আয়োজক দেশ (ভারত) সরে দাঁড়ায়, তাহলে পুরো টুর্নামেন্ট বাতিলও হয়ে যেতে পারে।

পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, এশিয়া কাপ আয়োজন হলে পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রায় ৩৪.৮ কোটি আয় করতে পারে। আইসিসি বা এশিয়া কাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টের অর্থেই মূলত টিকে আছে পাকিস্তানের ক্রিকেট ব্যবস্থা। কিন্তু এখন সেই সম্ভাবনাই অনিশ্চিত।

সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সভায় পাকিস্তানের প্রতিনিধি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন চেয়ারম্যান মোহসিন নকভি এবং উপস্থিত ছিলেন পিসিবির সুনেইর আহমেদ। কিন্তু অন্যান্য বোর্ড থেকে তাঁদের কোনও সমর্থন মেলেনি। আগামীকাল ২৪ জুলাই ঢাকায় এক গুরুত্বপূর্ণ মিটিং হওয়ার কথা, যেখানে এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

তবে ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ওমান সহ একাধিক দেশের বোর্ডই সেই বৈঠকে যোগ দিতে আপত্তি জানিয়েছে বলে জানা গেছে। এর আগেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস টুর্নামেন্টে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল হয়, কারণ ভারতীয় খেলোয়াড়রা খেলতে রাজি হননি।