images

স্পোর্টস / ফুটবল

ম্যানসিটি ছেড়ে রিয়ালে যাবেন রদ্রি!

স্পোর্টস ডেস্ক

২১ জুলাই ২০২৫, ০৬:৪১ পিএম

জার্মান তারকা টনি ক্রুসের অবসরের পর মাঝমাঠে নতুন নেতা খুঁজছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ দৈনিক ‘এএস’ জানিয়েছে, ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি এখন এই তালিকার এক নম্বর পছন্দ মাদ্রিদের ক্লাবটির জন্য।

‘এএস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, আলেকজান্ডার আর্নল্ড, ক্যারিয়েরা, হাউসেন ও মাস্তান্তুনোকে দলে টেনে মূল স্কোয়াড প্রায় গুছিয়ে ফেলেছে রিয়াল। তবে তারা এমন একজন অভিজ্ঞ ও ব্যক্তিত্বসম্পন্ন খেলোয়াড় চায়, যিনি মাঠে নেমেই মাঝমাঠের নেতৃত্ব নিতে পারবেন- যে ঘাটতি তৈরি হয়েছে ক্রুসের বিদায়ে।

01hyr5cf39zqykwe83kk

রদ্রি এই জায়গায় উপযুক্ত বিকল্প হতে পারেন বলে মনে করছে রিয়ালের টিম ম্যানেজমেন্ট। দীর্ঘ নয় মাসের হাঁটুর চোট থেকে সেরে উঠেছেন তিনি। ম্যানসিটি’র সঙ্গে তাঁর বর্তমান চুক্তি ২০২৭ সাল পর্যন্ত, তবে এখনও নতুন চুক্তির বিষয়ে কিছু হয়নি, এটাও রিয়ালের আশাবাদের জায়গা।

রদ্রির বয়স এখন ২৯। এখনও বেশ কয়েক বছর শীর্ষ পর্যায়ে খেলার সামর্থ্য রয়েছে তাঁর। ‘এএস’ বলছে, চোট কাটিয়ে ফেরার পর তাঁর পারফরম্যান্সই মূলত নির্ধারণ করবে রিয়ালের সিদ্ধান্ত।

6f1ab1d0-361c-11f0-a597-6d65f2e5ecfb

তবে শুধু রদ্রিতেই থেমে নেই রিয়ালের পরিকল্পনা। মধ্যমাঠ আরও শক্তিশালী করতে তারা নজর রাখছে ইন্টার মিলানের নিকোলো বারেল্লা, চেলসির এনজো ফার্নান্দেজ ও লিভারপুলের ম্যাক অ্যালিস্টারের দিকেও। যদিও এই তিনজনকে দলে টানা কঠিন হবে বলেই ধারণা করা হচ্ছে, তাঁদের দীর্ঘমেয়াদি চুক্তি এবং ক্লাবগুলোর নির্ভরতা তাদের নিয়ে আলোচনাকে জটিল করে তুলেছে।