স্পোর্টস ডেস্ক
২১ জুলাই ২০২৫, ০৪:২৭ পিএম
চোটের কারণে ইংল্যান্ড সফরের বাকি অংশ থেকে ছিটকে পড়েছেন ভারতের অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি। জিমে অনুশীলনের সময় বাঁ হাঁটুতে চোট পান তিনি। সোমবার সকালে বিসিসিআই নিশ্চিত করে যে রেড্ডি সিরিজ থেকে ছিটকে পড়েছেন এবং দেশে ফিরে আসছেন।
একই বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, বাঁহাতি পেসার অর্শদীপ সিং চতুর্থ টেস্টে খেলতে পারবেন না। বেকেনহ্যামে নেটে বল করার সময় বাঁ হাতের বুড়ো আঙুলে আঘাত পান তিনি। বিসিসিআইয়ের মেডিকেল টিম তাঁকে পর্যবেক্ষণে রেখেছে। তার জায়গায় দলে নেওয়া হয়েছে হরিয়ানার পেসার আনশুল কাম্বোজকে।
এই দুই চোট ভারতীয় দলের জন্য বড় ধাক্কা। ২৩ জুলাই থেকে ম্যানচেস্টারে শুরু হচ্ছে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির চতুর্থ টেস্ট। এর আগে পেসার আকাশ দীপও চোট পেয়েছেন, যার কারণে তাঁর খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
তার ওপর আবার জাসপ্রিত বুমরাহকেও পাওয়া যাচ্ছে সীমিত পরিসরে। সিরিজের পাঁচ ম্যাচের মধ্যে এখন পর্যন্ত তিনটি খেলেছেন তিনি। প্রথম ও তৃতীয় টেস্টে। তবে তৃতীয় ও চতুর্থ টেস্টের মাঝে আট দিনের বিরতি থাকায় ওল্ড ট্র্যাফোর্ডে তাঁকে ফেরানো হতে পারে বলেই আভাস দিয়েছে টিম ম্যানেজমেন্ট।
নীতিশ রেড্ডি সিরিজের প্রথম টেস্টে ছিলেন না। লিডসের সেই ম্যাচ মিস করলেও দ্বিতীয় ও তৃতীয় টেস্টে খেলেছিলেন। বার্মিংহামে খুব একটা ভালো করতে পারেননি, মাত্র ২ রান করেছিলেন, বল হাতেও কোনো উইকেট পাননি। তবে লর্ডসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। প্রথম ইনিংসে একই ওভারে ফেরান ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রলিকে। দ্বিতীয় ইনিংসেও ফেরান ক্রলিকে। ব্যাটে তখন করেছিলেন ৩০ ও ১৩ রান।
চতুর্থ টেস্টে খেলার সম্ভাবনা ছিল রেড্ডির। উইকেটকিপার ধ্রুব জুরেলও এই ম্যাচে সুযোগ পেতে পারেন। কারণ, ঋষভ পন্ত এখনো পুরোপুরি ফিট নন, আঙুলের চোটের কারণে তাঁকে ব্যাটসম্যান হিসেবেই খেলাতে হতে পারে।
সিরিজে এখন পর্যন্ত তিন ম্যাচেই একটি করে সিম বোলিং অলরাউন্ডার খেলিয়েছে ভারত। প্রথম টেস্টে ছিলেন শার্দুল ঠাকুর, দ্বিতীয় ও তৃতীয় টেস্টে খেলেছিলেন রেড্ডি। রেড্ডি না থাকায় ওল্ড ট্র্যাফোর্ডে ফের দলে ফিরতে পারেন শার্দুল। চার ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। চতুর্থ টেস্টে দলে একাধিক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে ভারতীয় শিবিরে।