স্পোর্টস ডেস্ক
২১ জুলাই ২০২৫, ০৪:২২ পিএম
রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। এর পরপরই বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ ঘটনায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ বেলা দুইটার কিছু পরে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান বলেন, আহত চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। এ ঘটনায় ছুঁয়ে গেছে দেশের ক্রিকেটারদেরও। মাশরাফি বিন মর্তুজা সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা দিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফি লিখেন, উত্তরায় প্রশিক্ষন বিমান বি-ধ্ব-স্ত ও মাইলস্টোন স্কুল-কলেজে ঘটে যাওয়া ভ-য়া-বহ এই দু-র্ঘটনা আমাদের সকলকে গভীরভাবে নাড়া দিয়েছে। যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি গভীর শোক, সহানুভূতি জানানোর ভাষা নেই। আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করছি।
এই কঠিন সময়ে আসুন আমরা সবাই একসঙ্গে প্রার্থনায় শামিল হই— হে আল্লাহ, সকলকে হেফাজতে রাখুন এবং এ ধরনের দু-র্ঘ-টনা থেকে আমাদের রক্ষা করুন। আমিন।

এছাড়া বিমানবাহিনীর বিমান দূর্ঘটনায় শোক প্রকাশ ও সেই সঙ্গে সংবাদকর্মীদের এক অনুরোধও করেছেন তামিম ইকবাল। তামিম লিখেন, যা হয়েছে ও হচ্ছে, সবকিছুই প্রচণ্ড বেদনাদায়ক। আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে, আমরা বি*ধ্ব*স্ত।
তিনি আরও লিখেন, আপাতত সংবাদকর্মীদের প্রতি অনুরোধ, বিশেষ করে টিভি ও ডিজিটাল মিডিয়ার কাছে অনুরোধ, আ*ক্রা*ন্ত বাচ্চাদের র*ক্তা*ক্ত ও আ*হ*ত অবস্থার এসব ছবি-ভিডিও লাইভ দেখাবেন না। দেখালেও অন্তত ঝাপসা করে দেবেন দয়া করে। ওরা আমাদের বাচ্চা। ওদের জন্য আমাদের সবটুকু প্রার্থনা।
মুস্তাফিজ লিখেন , ‘মাইলস্টোন স্কুলে এয়ারক্রাফট দুর্ঘটনার খবর শুনে মন খারাপ লাগছে। যারা এই দুর্ঘটনায় ভুক্তভোগী, তাদের জন্য দোয়া করছি।’
লিটন দাস নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘মাইলস্টোন স্কুল ও কলেজে হতাহতদের প্রতি অন্তরের অন্তস্তল থেকে সমবেদনা। দ্রুত যেন তারা এই শোক কাটিয়ে উঠতে পারেন।’