images

স্পোর্টস / ফুটবল

ভুটানের লিগ খেলতে গেলেন তহুরা-শামসুন্নাহার

স্পোর্টস ডেস্ক

২১ জুলাই ২০২৫, ০১:২৩ পিএম

জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার বিদেশের মাটিতে খেলতে যাচ্ছেন বাংলাদেশ নারী ফুটবল দলের দুই উদীয়মান তারকা তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র। তারা দুজনই ভুটানের নারী লিগের দল রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়ে খেলবেন।

এই দুই ফুটবলার সম্প্রতি শেষ হওয়া নারী এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ জাতীয় দলের হয়ে নজরকাড়া পারফরম্যান্স করেন। দুজনেই তিনটি করে গোল করে দলকে এশিয়ান কাপের মূল পর্বে উঠতে সাহায্য করেন। এটি বাংলাদেশের নারী দলের জন্য একটি ঐতিহাসিক অর্জন।

তহুরা ভুটানের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে লেখেন, 'ভুটানের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। নতুন পথচলা; সবাই দোয়া করবেন।'

এই নিয়ে ভুটানের নারী লিগে খেলতে যাওয়া বাংলাদেশি নারী ফুটবলারের সংখ্যা দাঁড়াল ১২ জনে। এর আগে সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া পারো এফসির হয়ে লিগে অংশ নেন। পরে তাদের সঙ্গে যোগ দেন মারিয়া মান্দা, সানজিদা খাতুন, মাসুরা পারভীন, রুপনা চাকমা, শামসুন্নাহার সিনিয়র ও কৃষ্ণা রানি সরকার।

তাদের মধ্যে থিম্পু সিটি ক্লাবে খেলছেন সানজিদা, মারিয়া ও শামসুন্নাহার সিনিয়র। আর ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলছেন মাসুরা, রুপনা ও কৃষ্ণা। 

ভুটানের নারী লিগে বাংলাদেশি ফুটবলারদের অংশগ্রহণ দেশের নারী ফুটবলের জন্য ইতিবাচক বার্তা বয়ে এনেছে। এটি ভবিষ্যতে আরও বিদেশি লিগে খেলার পথ খুলে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।