স্পোর্টস ডেস্ক
২১ জুলাই ২০২৫, ০১:০০ পিএম
ভারত ও পাকিস্তানের রাজনৈতিক শীতল সম্পর্ক এবার ছায়া ফেলেছে সাবেক ক্রিকেটারদের আন্তর্জাতিক টুর্নামেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে। ভারতের সাবেক পাঁচ তারকা ক্রিকেটার পাকিস্তানের বিপক্ষে খেলতে না চাওয়ায় বাতিল হয়ে গেছে দুই দেশের মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচ।
টি-টোয়েন্টি ফরম্যাটে ছয় দলের এই প্রতিযোগিতা চলছে ইংল্যান্ডে। অংশ নিচ্ছে স্বাগতিক ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। রোববার (২১ জুলাই) বার্মিংহামে ভারতের মুখোমুখি হওয়ার কথা ছিল পাকিস্তানের। কিন্তু ভারতের সাবেক তারকা ক্রিকেটার যুবরাজ সিং, শিখর ধাওয়ান, সুরেশ রায়না, হরভজন সিং ও ইরফান পাঠান পাকিস্তানের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত জানান। ফলে ম্যাচটি বাতিল করতে বাধ্য হয় আয়োজকরা।
ভারতীয় ক্রিকেটারদের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তিনি বলেন, ‘খেলোয়াড়দের উচিত ক্রিকেটের ভালো দূত হয়ে থাকা। যারা খেলতে আসেন, তাদের রাজনৈতিক বিষয়গুলো মাঠের বাইরে রাখাই উচিত।’
আফ্রিদির দাবি, ভারতীয় দল প্রথমে কিছু না বলেই টুর্নামেন্টে অংশ নেয়, অনুশীলনও করে। কিন্তু পরে হঠাৎ করে পাকিস্তানের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত জানায়। এতে করে পুরো সূচি এলোমেলো হয়ে গেছে।
তিনি আরও বলেন, ‘যদি আগেই জানানো হতো, তাহলে আয়োজকরাও প্রস্তুতি নিতে পারতেন। এখন হঠাৎ করে এমন সিদ্ধান্তে একদিনেই সবকিছু ওলটপালট হয়ে গেছে।’
আফ্রিদি জানান, ভারতীয় দলের ভেতর থেকেই অনেকেই এমন সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলেছেন। অনেকের মতে, প্রতিবাদ জানানোর এটি সঠিক মাধ্যম নয়। আগে জাতীয় দলের পর্যায়ে সীমাবদ্ধ থাকলেও এবার দুই দেশের সাবেক ক্রিকেটারদের মধ্যেও রাজনৈতিক প্রভাব দেখা যাচ্ছে, যা দুঃখজনক বলে মনে করেন তিনি।