স্পোর্টস ডেস্ক
২১ জুলাই ২০২৫, ১১:১৭ এএম
মিরপুরের উইকেট বরাবরই ব্যাটারদের জন্য কঠিন। বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও তার ব্যতিক্রম হয়নি। দুই দলের মোট রান ২৫০ না হলেও উইকেট পড়েছে ১৩টি। তবে শেষ হাসি হেসেছে বাংলাদেশই।
টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস, আর শুরু থেকেই দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানকে চাপে রাখে টাইগাররা। মাত্র ১১০ রানেই ১৯.৩ ওভারে গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৫.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় তুলে নেয়।
ম্যাচসেরা হন ওপেনার পারভেজ হোসেন ইমন। তিনি ৩৯ বলে ৩ চার ও ৫ ছক্কায় করেন অপরাজিত ৫৬ রান। দ্বিতীয় উইকেটে তাওহিদ হৃদয়ের সঙ্গে গড়েন ৭৩ রানের গুরুত্বপূর্ণ জুটি।
ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা ও কোচ মাইক হেসন উইকেট নিয়ে অভিযোগ করলেও ভিন্ন মত দেন ইমন। তিনি বলেন, “মিরপুরের উইকেটে কিছুটা সহায়তা তো থাকবেই বোলারদের জন্য। তবে উইকেট একদমই খারাপ ছিল না। আমাদের পরিকল্পনা ছিল দ্রুত মানিয়ে নেওয়া।”
ইমনের মতে, পুরো ২০ ওভার খেলতে পারলে ১৬০ রানও সম্ভব ছিল। তিনি স্বীকার করেন, কিছু অসম বাউন্স ছিল, তবে সেটা উইকেটের স্বাভাবিক আচরণ।
আগামীকাল ও বৃহস্পতিবার মিরপুরেই সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। বর্ষার কারণে আবহাওয়া যেমন অনিশ্চিত, তেমনি উইকেট নিয়েও রয়েছে প্রশ্ন।