স্পোর্টস ডেস্ক
২১ জুলাই ২০২৫, ১০:২৬ এএম
মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের কাছে সাত উইকেটে হেরেছে পাকিস্তান। ম্যাচ শেষে উইকেট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তানের কোচ মাইক হেসন। তিনি বলেন, "এই ধরনের উইকেট প্রস্তুতির জন্য গ্রহণযোগ্য নয়। এটা কোনো দলের পক্ষেই সহায়ক ছিল না। তবে ব্যাটিংয়ে আমাদের ভুল সিদ্ধান্তের জন্য অজুহাত চলে না।"
অন্যদিকে, ম্যাচসেরা পারফরমার বাংলাদেশের ওপেনার পারভেজ হোসেন ইমন জানিয়েছেন, উইকেট অতটা খারাপ মনে হয়নি। তার মতে, "আমরা ১৬ ওভারে ১১০ রান করেছি। ২০ ওভার খেললে ১৬০ রানও হতো। উইকেট নিয়ে অভিযোগের কিছু নেই, হয়তো তারা মানিয়ে নিতে পারেনি।"
এই ম্যাচে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের দারুণ বোলিংয়ে পাকিস্তান মাত্র ১১০ রানে অলআউট হয়ে যায়। এরপর পারভেজ হোসেন ইমনের ৫৬ রানের ঝকঝকে ইনিংসে ৭ উইকেটের সহজ জয় পায় বাংলাদেশ।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ হবে আগামীকাল, একই ভেন্যু—মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তৃতীয় ও শেষ ম্যাচ হবে ২৪ জুলাই।