স্পোর্টস ডেস্ক
২০ জুলাই ২০২৫, ১০:২৯ পিএম
এক যুগ পর প্রিমিয়ার লিগের মঞ্চ ছেড়ে নতুন ঠিকানায় কেভিন ডি ব্রুইনা। ম্যানচেস্টার সিটি থেকে ফ্রি এজেন্ট হিসেবে ইতালির ক্লাব নাপোলিতে নাম লিখিয়েছেন বেলজিয়ান এই মিডফিল্ডার। ক্লাব বদলের কারণ হিসেবে ডি ব্রুইনা বলেছেন, নাপোলি তাঁকে খেলাধুলা ও পারিবারিক জীবন- দুটোর জন্যই সবচেয়ে ভালো পরিবেশ দিচ্ছে।
শনিবার সংবাদ সম্মেলনে নিজের নতুন ক্লাব ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত বলেছেন ডি ব্রুইনা। এরই মধ্যে নাপোলির হয়ে প্রথম সপ্তাহের প্রি-সিজন অনুশীলনও শেষ করেছেন তিনি। সংবাদ সম্মেলনে আলোচনার কেন্দ্রে ছিল দুইটি বিষয়- কেন তিনি নাপোলিকে বেছে নিলেন এবং কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার নামে সংরক্ষিত ১০ নম্বর জার্সি তাঁর হাতে তুলে দেওয়া।
নাপোলির আগে ইউরোপ, সৌদি আরব ও আমেরিকার কয়েকটি ক্লাব থেকেও প্রস্তাব পেয়েছিলেন ডি ব্রুইনে। কিন্তু শেষ পর্যন্ত ফিরলেন ইতালির কাম্পানিয়া অঞ্চলে- যেখানে কয়েক বছর আগে তাঁর বিয়ে হয়েছিল।
ডি ব্রুইনে বলেন, “প্রতিযোগিতার দিক থেকে দেখলে এটা একটা দারুণ জায়গা। নাপোলি গত মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে, দলটার মধ্যে অনেক গুণ আছে। ইংল্যান্ডে আমার অভিজ্ঞতা থেকে এটা আলাদা, আর এই আলাদাভাবটাই আমাকে নতুনভাবে অনুপ্রাণিত করেছে। এখনো আমার মধ্যে খেলার মান ও মোটিভেশন আছে। আমি মনে করি, নাপোলি ছিল একেবারে সঠিক সিদ্ধান্ত। আর এখানকার আবহাওয়া তো ইংল্যান্ড থেকে সম্পূর্ণ ভিন্ন।”
নাপোলিতে আসার পেছনের মূল কারণ ব্যাখ্যা করে ডি ব্রুইনা বলেন, “আমি চেয়েছিলাম সর্বোচ্চ পর্যায়ে খেলতে। ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর যখন ইংল্যান্ডে এসে পুরো প্রজেক্ট দেখালেন, সেটা আমাকে উত্তেজিত করল। পরিবারের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিই যে এই ক্লাবই আমার জন্য সবচেয়ে উপযুক্ত।”
প্রিমিয়ার লিগে নিজের অর্জনের কথাও স্মরণ করেন ডি ব্রুইনে। সিটির হয়ে জিতেছেন ছয়টি লিগ শিরোপা। এখনো মনে করেন, তাঁর নাম সব সময় এতিহাদে স্বাগত পাবে। তবে নাপোলি তাঁকে দিচ্ছে একেবারে ভিন্ন ধরণের জীবনধারা ও এক নতুন চ্যালেঞ্জ।
“আমি ইংল্যান্ডে অনেক দিন খেলেছি। মনে হচ্ছে, এবার নতুন কিছু শুরু করার সময় এসেছে। নাপোলির প্রজেক্টটা যখন সামনে এল, আর যখন জানলাম আমি ইতালিতেও খেলতে পারি, তখন সত্যি বলতে খুবই উত্তেজিত হয়েছিলাম।”
নাপোলির বর্তমান দল ও ভবিষ্যৎ পরিকল্পনাও তাঁকে টেনেছে বলে জানান ডি ব্রুইনা, “তারা ইতিমধ্যেই চ্যাম্পিয়ন। এবার দলটাকে আরও শক্তিশালী করছে। চার-পাঁচজন নতুন খেলোয়াড় আনা হয়েছে। ভবিষ্যতের কথা মাথায় রেখেই দল গড়া হচ্ছে। যদিও আমি এখন তরুণ নেই, তবু মনে করি, দলকে কিছু না কিছু দিতে পারব। নতুন কোচিং স্টাইল ও লিগ সম্পর্কে শিখতেও চাই।”
ফ্রি এজেন্ট হিসেবে প্রথমবার ক্লাব বদল করলেন ডি ব্রুইনা। আগেও চুক্তির মধ্যে থাকতেন, কিন্তু এবারই প্রথম পুরো সিদ্ধান্তটা ছিল তাঁর হাতে। তিনি বলেন, “এই প্রথম আমি ফ্রি এজেন্ট ছিলাম। আগে প্রতিটি গ্রীষ্মেই পরিষ্কার থাকত আমার ভবিষ্যৎ। কিন্তু এই মৌসুমটা যত এগোতে থাকল, ততই অনিশ্চয়তা বাড়ছিল। এরপর নাপোলি এল, আরও কিছু ক্লাব এল প্রজেক্ট নিয়ে।”
তিনি আরও বলেন, “প্রতিটি প্রজেক্টের মধ্যে পার্থক্য ছিল বিশাল। জীবনযাপন, প্রতিযোগিতা, পরিবেশ সব দিক থেকেই। কিন্তু আমার কাছে নাপোলির প্রজেক্ট ছিল সব দিক থেকেই সবচেয়ে আকর্ষণীয়। প্রতিযোগিতা ছিল মূল কারণ, তবে জীবনধারা, রোদ-বৃষ্টির অনুপাতে এখানকার আবহাওয়াও আমার ভালো লেগেছে। এটা একেবারেই নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে।”
শেষে ডি ব্রুইনা বলেন, “আমি যতদিন খেলে যাচ্ছি, ততদিন নিজেকে সর্বোচ্চ পর্যায়ে রাখার চেষ্টা করব। যেদিন বুঝব আর পারছি না, সেদিনই অন্য সিদ্ধান্ত নেব। কিন্তু এখনো, ৩৪ বছর বয়সেও, আমি বিশ্বাস করি অনেক কিছু দেওয়ার আছে এবং সেটা প্রমাণ করতেই এসেছি।”