images

স্পোর্টস / ক্রিকেট

বল হাতে কিপটে থেকে রেকর্ড গড়লেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক

২০ জুলাই ২০২৫, ০৭:৫০ পিএম

ঘরের মাঠে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে সিরিজে মুখোমুখি বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথমটি শুরু হয়েছে আজ। ম্যান ইন গ্রিনদের বিপক্ষে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগারদের অধিনায়ক লিটন দাস। আর দুর্দান্ত বোলিংয়ে ম্যান ইন গ্রিনদের ১১০ রানে অল আউট করেন তাসকিন আহমেদ-মোস্তাফিজুর রহমানরা। আর সফরকারীদের অল্প রানেই অলআউট করার ম্যাচে দুর্দান্ত এক রেকর্ড গড়েছেন মোস্তাফিজ। 

পাকিস্তানের বিপক্ষে এ ম্যাচে আজ ৪ ওভার বোলিং করে ২ উইকেট পেয়েছেন মোস্তাফিজ। টাইগার এই পেসারের বলে আউট হন হাসান নওয়াজ ও খুশদিল শাহ। 

মোস্তাফিজ আজ রেকর্ড গড়েছেন বল হাতে কিপটে থেকে। ৪ ওভার হাত ঘুরিয়ে তিনি দিয়েছেন কেবল ৬ রান। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ৪ ওভারের বোলিং কোটা পূরণ করে সবচেয়ে কম রান দেওয়ার বাংলাদেশি রেকর্ড গড়লেন মোস্তাফিজ। 

এর আগে ৪ ওভার বোলিং করে সবচেয়ে কম রান দেওয়া বাংলাদেশ বোলার হওয়ার রেকর্ডে নাম ছিল রিশাদ হোসেন, তানজিম হাসান ও মোস্তাফিজেরই। ৪ ওভারে তারা দিয়েছিলেন ৭ রান। আজকের ম্যাচ দিয়ে নিজের রেকর্ড ভাঞার পাশাপাশি সাকিব-রিশাদকেও টপকে গেছেন মোস্তাফিজ।