স্পোর্টস ডেস্ক
১৯ জুলাই ২০২৫, ০৮:২৪ পিএম
চেলসি ফরোয়ার্ড ননি মাদুয়েকেকে দলে ভেড়াতে ৪৮ মিলিয়ন পাউন্ড (৬৫ মিলিয়ন ডলার) ব্যয় করেছে আর্সেনাল। শুক্রবার পাঁচ বছরের চুক্তিতে গানারদের হয়ে খেলতে রাজি হয়েছেন এই ইংলিশ উইঙ্গার।
তবে আর্সেনাল সমর্থকদের মধ্যে এই ট্রান্সফার নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। ২৩ বছর বয়সী মাদুয়েকের স্কোয়াডে আগমন মানে সাকা ও মার্টিনেলির সঙ্গে উইং পজিশনে আরও প্রতিযোগিতা যা নিয়ে খুশি নয় অনেক গুনার। চুক্তির আনুষঙ্গিক বোনাসসহ ট্রান্সফার ফি ৫২ মিলিয়ন পাউন্ড পর্যন্ত পৌঁছাতে পারে। তবে এই বিশাল অঙ্ক নিয়েই মূলত সমালোচনা। অনেকেই মনে করছেন, মাদুয়েকে এত অর্থের যোগ্য নন।
এমনকি ‘নো টু মাদুয়েকে’ শিরোনামে একটি অনলাইন পিটিশনে সই করেছে পাঁচ হাজারের বেশি আর্সেনাল ভক্ত। ক্লাব স্টেডিয়াম এমিরেটসের বাইরের দেয়ালেও দেখা গেছে ‘আর্টেটা আউট’ স্লোগান। চুক্তির জন্য মাদুয়েকে গত শুক্রবার চেলসির ক্লাব বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প ছেড়ে যুক্তরাষ্ট্র থেকে ইংল্যান্ডে ফিরে মেডিকেল টেস্ট শেষ করেন।
তাকে নিয়ে বেশ আশাবাদী আর্সেনাল কোচ মিকেল আর্টেটা। তার ভাষায়, “ননি এমন এক তরুণ খেলোয়াড় যার গতি, শক্তি আর সাম্প্রতিক পারফরম্যান্স ধারাবাহিকভাবে ভালো। প্রিমিয়ার লিগের সেরা উইঙ্গারদের একজন সে। মাত্র ২৩ বছর বয়সেই সে ক্লাব এবং আন্তর্জাতিক ফুটবলে অভিজ্ঞ। প্রিমিয়ার লিগের পরিবেশের সঙ্গে পরিচিত। আমরা তার সাম্প্রতিক পারফরম্যান্স কাছ থেকে দেখেছি, তাই তাকে নিয়ে আমরা বেশ রোমাঞ্চিত।”
উত্তর লন্ডনেই বেড়ে ওঠা মাদুয়েকে নিজেও ফিরে এসে দারুণ খুশি। “আমি সত্যিই গর্বিত আর আনন্দিত। মা-বাবার কাছাকাছি ফিরতে পেরে ভালো লাগছে। আমার মা তো প্রায়ই বলেন, আমি বাড়িতে থাকি না। আর্সেনালের দলটা আগে থেকেই শক্তিশালী। তাদের নিজস্ব খেলার ধারা আছে। আমি আমার স্টাইল দিয়ে দলে কিছু দিতে চাই এবং যতটা সম্ভব সাহায্য করতে চাই।”
গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে চেলসির হয়ে ১১ গোল করেছেন মাদুয়েকে। ব্লুজদের জার্সিতে এখন পর্যন্ত ৯০ ম্যাচে করেছেন ২০ গোল। তার পারফরম্যান্সেই চেলসি চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেয় এবং ইউরোপা কনফারেন্স লিগ জেতে।
২০২৩ সালে ডাচ ক্লাব পিএসভি থেকে ৩০ মিলিয়ন পাউন্ডে চেলসিতে যোগ দিয়েছিলেন তিনি। এবার আর্সেনালে আসা মানে আরও একটি হাই-প্রোফাইল ট্রান্সফার। এটি আর্সেনালের এই মৌসুমে চতুর্থ সাইনিং। এর আগে মিডফিল্ডে মার্টিন সুবিমেন্দি ও ক্রিশ্চিয়ান নরগার্দ এবং গোলরক্ষক কেপা আরিজাবালাগা দলে এসেছেন। এর সঙ্গে মাদুয়েকে যোগ হওয়ায় ট্রান্সফার খরচ ইতিমধ্যেই ১২০ মিলিয়ন পাউন্ড ছাড়িয়েছে।
স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার ডিফেন্ডার ক্রিস্টিয়ান মস্কেরাকেও ১৩ মিলিয়নে দলে নিতে চূড়ান্ত পর্যায়ে কাজ করছে ক্লাবটি। এছাড়া স্পোর্টিং লিসবনের স্ট্রাইকার ভিক্টর গিয়োকেরেসকেও আনার চেষ্টা চলছে। আগস্টের শুরুতে সিঙ্গাপুর ও হংকং সফর শেষে আর্সেনালের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন মাদুয়েকে।