স্পোর্টস ডেস্ক
১৯ জুলাই ২০২৫, ০৫:৩২ পিএম
টেস্ট ম্যাচ মানেই পাঁচদিন ধরে শারীরিক ও মানসিক পরীক্ষার মাঠ। এই দীর্ঘ সময়ে ক্রিকেটাররা ঠিক কী খান, কীভাবে শক্তি জোগান- সে প্রশ্ন অনেকের মনেই ঘুরে। এবার ইংল্যান্ডের ব্যাটার ওলি পোপ জানালেন লাল বলের খেলায় বিরতির সময় ক্রিকেটাররা কি খান। তবে তার কথায়, ব্যাপারটা অনেকের কল্পনার মতো ‘বিলাসী বুফে’ নয়।
স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে পোপ বলেন, খেলোয়াড়দের জন্য সাধারণত বেশ কিছু অপশন রাখা হয়। মুরগি, মাছ, স্টেক বা পাস্তা। কিন্তু কে কী খাবে বা কতটা খাবে, সেটা পুরোপুরি নির্ভর করে ম্যাচের অবস্থা আর ব্যক্তিগত রুটিনের ওপর। পোপ বলেন, ‘সাধারণত মুরগি, মাছ কিংবা পাস্তার সঙ্গে স্টেক- এসবই থাকে খাবারের মেন্যুতে।’
পোপের কথায়, ‘সাধারণভাবে চেষ্টা থাকে শরীরকে যতটা সম্ভব ফুয়েল দিয়ে রাখার। কিন্তু আমি যখন ব্যাটিং করি, তখন খুব একটা খাই না। শরীর তখন বেশি কিছু নিতে চায় না, এমনই লাগে।’
তাই ভারী খাবারের বদলে পোপ বেছে নেন হালকা কিছু, ‘আমি সাধারণত একটা প্রোটিন শেক আর একটা কলা খাই। যদি পুরো দিন ব্যাটিং করি, তাহলে দিন শেষে দেখি, প্রায় কিছুই খাওয়া হয়নি। খাওয়ার সুযোগই থাকে না, তাই দিন শেষে ঠিকমতো রিকভার করার চেষ্টা করি’
টেস্ট ক্রিকেটের ঐতিহ্যবাহী ‘টি ব্রেক’ বা চা-বিরতিতে কী চলে? পোপের জবাব, ‘কেউ কেউ চা খায়, আমি সাধারণত কফিই পছন্দ করি। বৃষ্টি হলে বা খেলা বন্ধ থাকলে মাঝে মাঝে চা খাই।’ ইংল্যান্ডের বিপক্ষে ভারতের চলমান পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে দারুণ উত্তেজনা চলছে। হেডিংলিতে ১০৬ রানের ইনিংস খেলে বাজিমাত করলেও এরপর থেকে কিছুটা থেমে আছেন পোপ। লর্ডসে কষ্টেসৃষ্টে করা ৪৪ রানের ইনিংসটাই এরপর তাঁর সবচেয়ে বড় অবদান।
তবু লর্ডসে ২২ রানে নাটকীয় জয় পেয়েছে ইংল্যান্ড। এই জয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে তারা। এখন ম্যানচেস্টারে চতুর্থ টেস্টে নামছে ইংলিশরা, সঙ্গে আছে আত্মবিশ্বাসের বড় জ্বালানি। আর পোপ? হয়তো এখনই জ্বলে ওঠার সময়। খেলার পর ঠিকঠাক খাবার খেয়ে হয়তো সেটাই ভাবছেন তিনি!