স্পোর্টস ডেস্ক
১৯ জুলাই ২০২৫, ০৩:৫৬ পিএম
টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তান দলে বইছে দিন বদলের হাও্যা। যুগের সঙ্গে তাল মিলিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট খেলতে চায় ম্যান ইন গ্রিনরা। এ কারণে দলে তরুণ, মারকুটে ক্রিকেটারদের সংখ্যাই বেশি। বাদ পড়েছেন দুই সিনিয়র তারকা ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। এছাড়া পেসার শাহিন আফ্রিদিও লম্বা সময়ে ধরেই দলে জায়গা পাচ্ছেন না। পাকিস্তানের খেলার ধরনে কেমন পরিবর্তন চান তাই এবার জানালেন পাকিস্তানের অধিনায়ক সালমান আঘা।
বাংলাদেশ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেওবে পাকিস্তান। সিরিজ শুরুর আগে ম্যান ইন গ্রিনদের খেলার ধরনে কেমন পরিবর্তন চান তাও জানিয়েছেন অধিনায়ক সালমান। তিনি সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা আমাদের খেলার ধরন বদলেছি। এভাবেই আমরা খেলতে চাই। কিন্তু কন্ডিশন পর্যবেক্ষণ করাটাও গুরুত্বপূর্ণ। আমরা দেখব কন্ডিশন কেমন আর আমরা কীভাবে খেলতে চাই। যদি কন্ডিশন তেমন হয় (আক্রমণাত্মক ক্রিকেট খেলার মতো), তাহলে আমরা খেলব। যদি কন্ডিশন তেমন না হয়, তাহলে আমরা ওই অনুযায়ীই খেলব। আমাদের লক্ষ্য (মাঠের) গড়ের চেয়ে ১০–১৫ রান বেশি করা। যখন আমরা বল করব, তখন (প্রতিপক্ষ) দলকে গড়ের চেয়ে কমে আটকে রাখা।’
বাবর-রিজওয়ানের বাদ পড়া প্রসঙ্গে সালমান বলেন, ‘পাকিস্তানের জন্য তাঁরা বেশ ভালো করেছে। সেভাবেই খেলেছে, যেভাবে খেলা উচিত। কিন্তু হ্যাঁ, টি–টোয়েন্টি প্রতিবছরই বদলে যাচ্ছে, সত্যি বলতে প্রতি ছয় মাসেই বদলায়। আমরা এখন যেভাবে খেলতে চাই, আমাদের ওই ধরনের খেলোয়াড় আছে। আমাদের এখন যে খেলোয়াড়রা আছে, তাঁরা খুবই ভালো আর রোমাঞ্চকর।’
বিপিএলে খেলার জন্য বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারেরই এখানকার কন্ডিশন সম্পর্কে ভাল ধারণা আছে। সেসব অভিজ্ঞতা কাজে লাগানোর ব্যাপারে তিনি বলেন, ‘এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। বেশির ভাগ খেলোয়াড়ই বিপিএল খেলেছে। যেটা খুবই গুরুত্বপূর্ণ তাঁদের ইনপুট ও অভিজ্ঞতা নেওয়া। তাঁদের সঙ্গে কথা হয়েছে। তাঁরা তাঁদের ইনপুট দিয়েছে, আমরা ওই অনুযায়ী পরিকল্পনা সাজিয়েছি।’