images

স্পোর্টস / ক্রিকেট

এসিসির সভা বয়কটের হুমকি ভারতের, অনিশ্চয়তায় ২০২৫ এশিয়া কাপ

স্পোর্টস ডেস্ক

১৯ জুলাই ২০২৫, ০২:২৬ পিএম

২০২৫ সালের এশিয়া কাপ ঘিরে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সাফ জানিয়ে দিয়েছে, ঢাকায় যদি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়, তবে তারা বৈঠকে অংশ নেবে না।

সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, ভারত সভাস্থল পরিবর্তনের অনুরোধ জানালেও এখনো পর্যন্ত এ ব্যাপারে কোনো সাড়া মেলেনি। ঢাকায় রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ২৪ জুলাই সেখানে এজিএম আয়োজনের পরিকল্পনা নিয়েছে এসিসি। কিন্তু ভারত এর বিরোধিতা করছে।

বিসিসিআই এর পক্ষ থেকে এসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর চেয়ারম্যান মোহসিন নকভিকে জানানো হয়েছে যে, ঢাকায় যদি বৈঠক হয়, তবে তারা অংশ নেবে না এবং কোনো সিদ্ধান্তকেই স্বীকৃতি দেবে না।

এক বিসিসিআই সূত্র জানিয়েছে, “এশিয়া কাপ হতে পারে শুধুমাত্র যদি সভাস্থল ঢাকার পরিবর্তে অন্য কোথাও হয়। মোহসিন নকভি অহেতুক চাপ তৈরি করছেন ভারতের ওপর। আমরা তাকে অনুরোধ করেছিলাম স্থান পরিবর্তনের জন্য, কিন্তু এখনো কোনো উত্তর পাওয়া যায়নি।”

এর আগে ২০২৩ সালে ভারত পাকিস্তান সফর করতে অস্বীকার করে, যার ফলে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয় ভারতের ম্যাচগুলো। এই ঘটনাও বর্তমান সংকটের পটভূমিতে গুরুত্বপূর্ণ। এদিকে, সম্প্রতি বিসিসিআই ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে যে ভারতের বাংলাদেশ সফর ২০২৫ সালের আগস্ট থেকে পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হবে।

বর্তমানে এশিয়া কাপ ২০২৫-এর ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। আগামী পাঁচ দিনের মধ্যেই এই সংকটের সমাধান না হলে টুর্নামেন্ট আয়োজনই অনিশ্চিত হয়ে পড়তে পারে।