স্পোর্টস ডেস্ক
১৯ জুলাই ২০২৫, ১০:৪৯ এএম
২০২৪ সালে আফগানিস্তানের বিপক্ষে দুই টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে এফটিপির (ফিউচার ট্যুরস প্রোগ্রাম) বাইরে ওই সময় একটি ওয়ানডে সিরিজ খেললেও নির্ধারিত মূল সিরিজটি পিছিয়ে দেওয়া হয়। এবার সেই ট্যুর আয়োজনের কথা ভাবছে বিসিবি, অক্টোবরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে চায় বাংলাদেশ ও আফগানরা।
জানা যায়, সিরিজ আয়োজনের বিষয়টি নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ড—বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) আলোচনা চালিয়ে যাচ্ছে। সিরিজটি আয়োজন করবে আফগানিস্তান, আর সম্ভাব্য ভেন্যু হিসেবে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। অক্টোবরের প্রথমার্ধে এই সিরিজ মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে। যদিও এখনো ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত হয়নি।
বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান শাহরিয়ার নাফিস ক্রিকবাজকে বলেন, 'সাদা বলের সিরিজ নিয়ে এসিবির সঙ্গে আলোচনা চলছে। এখনো কিছু চূড়ান্ত হয়নি। তবে সব ঠিকঠাক থাকলে অক্টোবরে সিরিজটি অনুষ্ঠিত হবে।'
এদিকে এসিবির একজন মুখপাত্র সিরিজ সংক্রান্ত প্রশ্নে সংক্ষেপে ‘হ্যাঁ’ বলে মন্তব্য করেছেন। এর বাইরে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
এর আগে চলতি বছরের জুলাই-আগস্টে ভারতের বৃহত্তর নয়দায় সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছিল এসিবি। কিন্তু বর্ষাকালের কারণে বিসিবি সেই প্রস্তাবে সাড়া দেয়নি। পাশাপাশি ওই সময় ভারতের বাংলাদেশ সফরের কথা থাকায় বিকল্প কোনো ভেন্যু নিয়েও আগানো হয়নি। যদিও পরবর্তীতে সেই ভারত সিরিজটিও অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়।