স্পোর্টস ডেস্ক
১৮ জুলাই ২০২৫, ০৬:১৭ পিএম
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হঠাৎ করেই চার নম্বরে ব্যাট করতে দেখা যায় নাইম শেখকে। সাধারণত ওপেনিংয়ে খেলা নাইমের এই পজিশন পরিবর্তনে অনেকেই অবাক হন। তবে ম্যাচ শেষে জানা যায়, ইনজুরির কারণে জাকের আলী খেলতে না পারায় তার জায়গায় নাইমকে চার নম্বরে পাঠানো হয়েছিল।
ম্যাচের পর নাইম জানিয়েছেন, চার নম্বরে খেলার জন্য তিনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। তবে ভবিষ্যতে এমন সুযোগ এলে তিনি প্রস্তুত থাকবেন বলেও জানান।
শুক্রবার বাংলাদেশ দলের অনুশীলন ছিল না, তবে ঐচ্ছিক অনুশীলনে অংশ নেন নাইম। অনুশীলন শেষে তিনি বলেন,'সত্যি বলতে, জাকের ইনজুরিতে ছিল বলেই আমাকে চারে ব্যাট করতে হয়েছে। আমার পাঁচে খেলার কথা ছিল। তো ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করেই নামতে হয়েছে। সাধারণত আমার খেলারই কথা ছিল না। যদি আগে জানতাম এমন সুযোগ আসবে, তাহলে মানসিকভাবে প্রস্তুতি নিতে পারতাম।'
নাইম আরও বলেন, ওপেনার হিসেবে তিনি সবসময় প্রস্তুত থাকেন। এখনো তার মূল লক্ষ্য ওপেনিংয়েই খেলা। তবে মিডল অর্ডারে খেললে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, সেগুলো বোঝার চেষ্টা করছেন তিনি।
তিনি বলেন, 'মিডল অর্ডারে হঠাৎ নেমে খেলা সহজ নয়। ওপেনিংয়ে যেভাবে খেলি, সেটি একেবারেই আলাদা। অভিজ্ঞতা হিসেবে ভালো ছিল। এখন চেষ্টা করবো এমন পরিস্থিতির জন্যও প্রস্তুত থাকতে।'
সবশেষে নাইম জানান, তার ব্যক্তিগত অনুশীলন ছিল মূলত ওপেনিংয়ে আরও ভালো খেলার প্রস্তুতি নেওয়ার জন্য। তবে এখন থেকে মিডল অর্ডার নিয়েও ভাববেন, যেন হঠাৎ সুযোগ এলে দলকে সেরা পারফরম্যান্স দিতে পারেন।