স্পোর্টস ডেস্ক
১৭ জুলাই ২০২৫, ০৪:১০ পিএম
দীর্ঘদিন সাদা বলের ক্রিকেটে ফর্মহীনতায় ছিলেন লিটন দাস। ব্যর্থতার কারণে সমালোচনা, ট্রল আর কটাক্ষের শিকার হতে হয়েছিল তাকে। তবে সব কিছুর জবাব মাঠেই দিয়েছেন এই ডানহাতি ব্যাটার। শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জিতে শুধু দলকেই জেতাননি, জিতেছেন সিরিজসেরার পুরস্কারও।
এই পথটা লিটনের জন্য মোটেও সহজ ছিল না বলে জানালেন জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবাল। দেশে ফেরার পর বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, ‘তার জন্য এটা সহজ ছিল না। ও ব্যাড প্যাচে ছিল। আমাদের দেশের সবাই খুব ইমোশনাল, সোশ্যাল মিডিয়ায় অনেক ট্রল হয়। কিন্তু ও দারুণভাবে ফিরে এসেছে, নেতৃত্বেও দারুণ ভূমিকা রেখেছে।’
শ্রীলঙ্কার বিপক্ষে এই প্রথম টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ। এর আগে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টিতে দুর্দান্ত কামব্যাক করেছে দল। ম্যানেজার নাফিস বলেন, “এই সফরটা সহজ ছিল না। আমরা ভালো টেস্ট দিয়ে শুরু করেছিলাম, যেটা উইনিং ড্র বলা যায়। ওয়ানডেতে একটা জয় পেলেও সিরিজ জিততে পারিনি। তবে শেষটা দারুণ হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এটাই শেষ না। এখান থেকে আমাদের ধারাবাহিকতা শুরু করতে হবে। প্রতিদিন উন্নতির চেষ্টা করতে হবে, সেটার জন্য কাজ করছি।’
ক্রিকেটারদের পাশাপাশি কোচিং স্টাফদের কৃতিত্ব দিতেও ভুলেননি নাফিস, ‘ওদের বিশ্বাস ধরে রাখা, ছন্দ বজায় রাখা—এই কাজটাই করে যাচ্ছে কোচিং স্টাফ। আমি গর্বিত ম্যানেজমেন্টের সবার ওপর।’
তবে সিরিজ জয়ের আনন্দ বেশি দিন ভোগ করার সুযোগ নেই। কারণ আগামী ২০ জুলাই থেকেই পাকিস্তানের বিপক্ষে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তাই ক্রিকেটাররা একদিন বিশ্রাম নিয়ে পরদিন থেকেই শুরু করবেন অনুশীলন। লক্ষ্য এবার ঘরের মাঠে সাফল্য ধরে রাখা।