স্পোর্টস ডেস্ক
১৭ জুলাই ২০২৫, ১১:৩৩ এএম
টেস্ট ও ওয়ানডে সিরিজে ব্যর্থতার পর অনেকেই আশা হারিয়েছিলেন। কিন্তু সেই হতাশা দূরে ঠেলে লঙ্কানদের মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয় করে ইতিহাস গড়েছে বাংলাদেশ।
প্রথম ম্যাচ হেরে পুরনো ছন্দেই ছিল দলটি। তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে এবং শেষ ম্যাচে দাপুটে জয় এনে দিয়ে সিরিজ নিজের করে নেয় লিটন দাসের দল।
সিরিজ শেষে সংবাদ সম্মেলনে লিটন বলেন, দ্বিতীয় ম্যাচের বড় জয়ের পর থেকেই দল আত্মবিশ্বাস খুঁজে পায়। ৮৩ রানে জয়টি যে কতটা বড়, তা আলাদা করে উল্লেখ করেন তিনি। লিটনের ভাষায়, 'যেকোনও দিন আপনি টি-টোয়েন্টিতে ৮৩ রানে জিতলে সেটা অনেক বড় কিছু। আমরা সবাই বিশ্বাস করছিলাম, যদি ভালো ক্রিকেট খেলি, তাহলে জিততে পারবো।'
দ্বিতীয় ম্যাচে ৫০ বলে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস এবং শেষ ম্যাচে ২৬ বলে ৩২ রান করে সিরিজ সেরা নির্বাচিত হন লিটন দাস। তিনি জানান, আত্মবিশ্বাস তার সবসময়ই ছিল, তবে রান না পাওয়ার ক্ষুধা থেকেই এসেছে এই পারফরম্যান্স। 'সর্বশেষ দশ বছর ধরে খেলছি, আত্মবিশ্বাসের কোনো ঘাটতি ছিল না। রান না পাওয়াটা আমাকে আরও বেশি চেষ্টা করতে বাধ্য করেছে,' বলেন লিটন।
শেষ ম্যাচে দলের জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন অফস্পিনার শেখ মেহেদী হাসান। সিরিজের প্রথম দুই ম্যাচে না খেললেও শেষ ম্যাচে সুযোগ পেয়ে ১১ রানে ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা।
অধিনায়ক লিটন জানান, প্রেমাদাসা স্টেডিয়ামে মেহেদীকে খেলানোর পরিকল্পনা আগে থেকেই ছিল। তার ভাষায়, 'আমরা জানতাম শেষ ম্যাচটা কলম্বোতে হবে। এই উইকেটে মেহেদীর বোলিং কার্যকর হবে, সেটাই চিন্তা করে আমরা আগে থেকেই ঠিক করেছিলাম ওকে খেলানো হবে।'