images

স্পোর্টস / ক্রিকেট

সিংহাসন ফিরে পেলেন রুট

স্পোর্টস ডেস্ক

১৬ জুলাই ২০২৫, ০২:৩৭ পিএম

এক সপ্তাহ আগেই শীর্ষস্থান হারিয়েছিলেন হ্যারি ব্রুকের কাছে। কিন্তু দ্রুতই ফিরে পেলেন নিজের জায়গা। ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আবারও আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছেন ইংল্যান্ডের জো রুট।

ভারতের বিপক্ষে লর্ডস টেস্টে ১০৪ ও ৪০ রানের ইনিংস খেলেন রুট। ম্যাচটি ২২ রানে জিতে ৫ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড। আর সেই পারফরম্যান্সেই টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পেলেন ৩৪ বছর বয়সী এই ব্যাটার। ২০১৪ সালে কুমার সাঙ্গাকারার পর তিনিই সবচেয়ে বয়সী ব্যাটসম্যান হিসেবে এক নম্বর জায়গা দখল করলেন।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। হ্যারি ব্রুক নেমে গেছেন তৃতীয় স্থানে, দ্বিতীয় স্থানে উঠে এসেছেন কিউই তারকা কেন উইলিয়ামসন। স্টিভ স্মিথ টপকে গেছেন যশস্বী জয়সালকে, উঠে এসেছেন চতুর্থ স্থানে। অন্যদিকে, ভারতের রবীন্দ্র জাদেজা (৭২ ও ৬১*) এগিয়েছেন পাঁচ ধাপ, এখন ৩৪ নম্বরে। ঠিক এক ধাপ পেছনে ৩৫ নম্বরে আছেন কেএল রাহুল, যিনি লর্ডসে করেছিলেন ১০০ ও ৩৯।

ভারতের অধিনায়ক শুভমান গিল নেমে গেছেন তিন ধাপ, এখন আছেন নবম স্থানে। আর লর্ডসে ম্যাচসেরা বেন স্টোকস (৭৭ রান ও ৫ উইকেট) ব্যাটিংয়ে দুই ধাপ এগিয়েছেন, বোলিংয়ে এক ধাপ- বর্তমানে যথাক্রমে ৪২ ও ৪৫ নম্বরে।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে বড় কোনো পরিবর্তন না হলেও আলোচনায় স্কট বোল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংসপ্রতি ৩টি করে উইকেট আর দ্বিতীয় ইনিংসে হ্যাটট্রিকের সুবাদে ছয় ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ষষ্ঠ স্থানে পৌঁছেছেন তিনি। এ নিয়ে একসঙ্গে পাঁচ অস্ট্রেলিয়ান ঢুকে গেছেন বোলিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজেলউড ও স্কট বোল্যান্ড। এমন আধিপত্য শেষবার দেখা গিয়েছিল ১৯৫৮ সালে, যখন ইংল্যান্ডের ছয় বোলার ছিলেন শীর্ষ ১২-তে।

টেস্টে মাত্র ১৬.৫৩ গড় ব্যয়ে ৬২ উইকেট নিয়েছেন বোল্যান্ড, যা আইসিসি হল অব ফেমার জর্জ লোহম্যান ও সিডনি বার্নসের পরই সেরা গড়। অজিদের বিপক্ষে দিবারাত্রির টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ২৭ রানে গুটিয়ে গিয়ে ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন ইনিংসের লজ্জায় পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে বোলিং র‍্যাঙ্কিংয়ে আশাজাগানিয়া কিছু দেখা গেছে ক্যারিবিয়ানদের মধ্যে। শামার জোসেফ ৮ উইকেট নিয়ে উঠে এসেছেন ক্যারিয়ার সেরা ১৪তম স্থানে। আলজারিরি জোসেফ দুই ধাপ এগিয়ে ২৯তম, জাস্টিন গ্রিভস এগিয়েছেন ১৫ ধাপ, এখন ৬৫ নম্বরে।

ভারতের ওয়াশিংটন সুন্দরও চার উইকেট নেওয়ার সুবাদে এগিয়েছেন ১২ ধাপ, বর্তমানে ৪৬তম স্থানে। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও উঠে এসেছে বাংলাদেশের দুটি নাম। ব্যাটিংয়ে পারভেজ হোসেন ইমন এগিয়েছেন ১২ ধাপ, এখন ৮৫তম। বোলিংয়ে রিশাদ হোসেন এগিয়েছেন ১২ ধাপ, উঠে এসেছেন ১৭তম স্থানে। শ্রীলঙ্কার কুশল মেন্ডিস ব্যাটিংয়ে তিন ধাপ এগিয়ে ১৫তম এবং নুয়ান থুসারা বোলিংয়ে ৯ ধাপ এগিয়ে হয়েছেন ১৬তম।