images

স্পোর্টস / ক্রিকেট

শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি টাইগারদের

স্পোর্টস ডেস্ক

১৬ জুলাই ২০২৫, ০২:০৭ পিএম

কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ও নির্ধারণী ম্যাচ খেলতে আজ নামবে বাংলাদেশ। সিরিজ এখন ১-১ সমতায়, ফলে আজকের বাংলাদেশের সামনে সুযোগ সেই পুরোনো ভুলের পুনরাবৃত্তি না করে জয় দিয়ে সফরের ইতি টানা। একই সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস গড়ার সুযোগ, আত্মবিশ্বাস ফিরে পাওয়ার লড়াই এবং লিটনের চাপ মুক্তির মঞ্চ।

টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮৩ রানের দুর্দান্ত জয় পেয়েছিল বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস নিয়েই আজ মাঠে নামবে লিটন দাসের দল। এই ম্যাচে জয় পেলে প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে তাদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের গৌরব অর্জন করবে বাংলাদেশ। পাশাপাশি টানা তিনটি সিরিজ হারার লজ্জা থেকেও মুক্তি মিলবে। এর আগে আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ হেরেছিল বাংলাদেশ।

অধিনায়ক লিটন দাস আগের ম্যাচে ব্যাট হাতে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন। এবার তার সামনে নেতৃত্ব দিয়ে দলের জয় নিশ্চিত করার সুযোগ। শ্রীলঙ্কা সফরে তিন সংস্করণেই লড়াই করেছে বাংলাদেশ, গল টেস্ট ড্র, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সমতা। তবে পরিসংখ্যান বলছে, এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বারবার ছন্দপতন ঘটেছে বাংলাদেশের। আজ সেই ইতিহাস বদলানোর চ্যালেঞ্জ।

টাইগার সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দিন জানিয়েছেন, খেলোয়াড়রা এখন ভালো ছন্দে রয়েছে। মিডল অর্ডার ভালো খেলতে পারলে ম্যাচ জেতা সম্ভব। বিশেষ করে জাকের আলী ও শামীম হোসেন যেন চাপমুক্তভাবে খেলতে পারে, সেটাই দলের মূল পরিকল্পনা।

এদিকে প্রেমাদাসা স্টেডিয়ামের উইকেট অনেকটা মিরপুরের মতো। রান তোলা কঠিন, স্পিনারদের দাপট থাকে। গড় প্রথম ইনিংস রান মাত্র ১২৫, ফলে টস জিতে বোলিং নিতেই চাইবে দুই দল। কন্ডিশন বিবেচনায় একাদশে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। পেসার সাইফউদ্দিনের বদলে খেলানো হতে পারে একজন বাড়তি স্পিনার। শ্রীলঙ্কাও দলে ফেরাতে পারে লেগস্পিনার দুনিথ ভেলেলাগেকে।

প্রেমাদাসায় সুখস্মৃতি আছে বাংলাদেশের। ২০১৮ সালের নিদাহাস ট্রফিতে এই মাঠেই শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠেছিল মাহমুদউল্লাহর দল। এবারও সে রকম এক জয়ই হবে নাকি হার দিয়ে সিরিজ খোয়াবে তা সময়েই বলে দিবে।