images

স্পোর্টস / ক্রিকেট

‘সাকিব থাকাকালে বিলাসিতার সুযোগ ছিল’

স্পোর্টস ডেস্ক

১৬ জুলাই ২০২৫, ১০:৪৩ এএম

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম উজ্জ্বল নক্ষত্র সাকিব আল হাসান। কিংবদন্তি এই ক্রিকেটার প্রায় বছর খানেক ধরে জাতীয় দলে অনুপস্থিত। বিশ্বসেরা এই অলরাউন্ডার দলে থাকলে একাদশ সাজাতে বেশ সুবিধা হয় টিম ম্যানেজম্যান্টের। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের আগে দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনও জানালেন, সাকিবকে ছাড়া খেলা কতটা কঠিন। 

লঙ্কানদের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজে সমতায় আছে টাইগাররা। আজ মাঠে নামবে শেষ ম্যাচে। এর আগে সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন বলেন, ‘আমাদের বিলাসিতা করার সুযোগ থাকে না। অনেক সময় ব্যাটার কম, অনেক সময় বোলার কম। সাকিব থাকাকালে বিলাসিতার সুযোগ ছিল, একটা অতিরিক্ত ব্যাটার বা বোলার খেলাতে পারতাম।’

তিনি আরও বলেন, ‘দলের শক্তি অনুযায়ী আমাদের চলতে হয়। সেভাবেই টিম সেটআপ করি। আমরা জানি, নাসুমকে খেলালে বেনিফিট হতে পারে, কিন্তু তখন হয়তো রিশাদকে বসাতে হবে বা অন্য কাউকে। সব দিক ব্যালেন্স করে দল করতে হয়। যেহেতু ব্যাটিংয়েও তাকাতে হয়—ব্যাটার কতজন আছে, কে ফর্মে বা অফ ফর্মে আছে—তাই যেটাই করি, সবাই মিলেই করি। চেষ্টা করি সম্ভাব্য সেরা একাদশ খেলানোর।’

salauddin-20250715165737

দল নিয়ে সবসময় চ্যালেঞ্জের মধ্যে থাকতে হয় জানিয়ে তিনি বলেন, ‘আমাদের সব সময় চ্যালেঞ্জের মধ্যেই থাকতে হয়। মেনে নিতে হয়, দলের জন্য মানানসই না কিন্তু মেনে নিতে হয়। যে খেলোয়াড় থাকে ওদের থেকেই সেরাটা নেওয়ার চেষ্টা করি। চাইলেই তো অনেক কিছু করতে পারবেন না। কে কোন ফরম্যাটে আছে এসব ভাবলে খুবই কঠিন।’

তিনি বলেন, ‘একটা কাঠামোর ভিত্তিতে আসলে ভালো হবে। শ্রীলঙ্কা দলে টেস্ট থেকে ওয়ানডে দলে, বা টি-টোয়েন্টিতে খুব বেশি পরিবর্তন আসেনি। আমাদের অনেক পরিবর্তন হয়। পাঁচটা খেলোয়াড় যায় আবার পাঁচটা খেলোয়াড় আসে। ১-২ দিনের মধ্যে তাদের দলে মানিয়ে নিতে হয়। বিলাসী হওয়ার সুযোগ নেই। চেষ্টা করব দল যেন স্থিতিশীল পরিস্থিতিতে আসে।’