স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০২৫, ১০:২১ এএম
স্প্যানিশ লা লিগার অন্যতম সেরা দল প্যাতলেতিকো মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের নগর প্রতিদ্বন্দ্বী ক্লাবটি প্রতি মৌসুমেই দুর্দান্ত লড়াই করে শিরোপা জয়ের দৌড়ে। আর্জেন্টাইন কোচ দিয়েগো সিমিওনের অধীনে সঠিক পথেই আছে দলটি। গত মৌসুমে দলটিতে খেলেছেন আর্জেন্টাইনার বিশ্বকাপজয়ী চার ফুটবলার। রদ্রিগো দে পল, হুলিয়ান আলভারেজ ছাড়াও ছিলেন নাহুয়েল মলিনা, আনহেল কোরেয়া। কোরেয়া দল ছাড়াওলেও এবার আরও এক বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবলার যোগ দিলেন অ্যাতলেতিকোয়।
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার থিয়াগো আলমাদাকে দলে টানতে ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোর সঙ্গে চুক্তি করেছে স্প্যানিশ জায়ান্ট আতলেতিকো মাদ্রিদ। ক্লাবটি মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানায়।
সোশ্যাল মিডিয়ায় আতলেতিকো লিখেছে, "আমাদের ক্লাব এবং বোটাফোগো একটি সমঝোতায় পৌঁছেছে। চূড়ান্ত চুক্তি হবে খেলোয়াড় মেডিকেল পরীক্ষা ও চুক্তিপত্রে স্বাক্ষরের পর।"
২৪ বছর বয়সী আলমাদা ২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন। ২০২৪ প্যারিস অলিম্পিকেও প্রতিনিধিত্ব করেছেন জাতীয় দলের হয়ে। আর্জেন্টিনার জার্সিতে এরই মধ্যে ১০টি ম্যাচ খেলেছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। আর্জেন্টিনার ভেলেজ সার্সফিল্ডে মাত্র ১৭ বছর বয়সে পেশাদার ক্যারিয়ার শুরু করেন আলমাদা। ২০২২ সালে তিনি পাড়ি জমান মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব আটলান্টায়। সেখানে নিজের প্রথম মৌসুমেই লিগের সেরা নবাগত খেলোয়াড় নির্বাচিত হন।
তার পারফরম্যান্স নজরে পড়ে বোটাফোগোর। ২০২৩ সালে ব্রাজিলের এই ক্লাবের হয়ে যোগ দেন আলমাদা। বোটাফোগোর হয়ে খেলেন ২৬টি ম্যাচ। সেখানে তিনি দলকে জিতিয়েছেন ব্রাজিলিয়ান লিগ ও কোপা লিবার্তাদোরেসের শিরোপা। এরপর গত জানুয়ারিতে ধারে যোগ দেন ফরাসি ক্লাব লিওঁতে।
লিওঁর হয়ে ২০ ম্যাচে আলমাদা করেন ২টি গোল ও অ্যাসিস্ট দেন ৫টি। সেই ধারাবাহিকতা এবার তাঁকে নিয়ে যাচ্ছে আতলেতিকো মাদ্রিদের মতো শীর্ষ পর্যায়ের ক্লাবে। চূড়ান্ত মেডিকেল পরীক্ষার পর নতুন ঠিকানায় পাড়ি জমাবেন এই প্রতিভাবান মিডফিল্ডার।