স্পোর্টস ডেস্ক
১৫ জুলাই ২০২৫, ০৪:৫৮ পিএম
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামীকাল (বুধবার) ঢাকায় পা রাখবে পাকিস্তান ক্রিকেট দল। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
সফরের আগে করাচিতে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমান আলী আঘা জানিয়েছেন, ঢাকার কন্ডিশন মাথায় রেখেই করাচিতে ক্যাম্প করেছেন তাঁরা। তিনি বলেন, ‘এই ক্যাম্প আয়োজন করা হয়েছিল ঢাকার কন্ডিশনের সঙ্গে মিল রেখে। আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়ে যাচ্ছি, কারণ নিজেদের ঘরের মাঠে বাংলাদেশ সব সময়ই কঠিন প্রতিপক্ষ হয়ে থাকে।’
বাংলাদেশে খেলা সব সময় চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেন সালমান। তবে সেই চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতিও নিয়েছেন বলে জানান তিনি।
সাবেক অধিনায়কদের পারফরম্যান্স নিয়ে আলোচনা থাকলেও সালমান তা নিয়ে ভাবছেন না। তিনি বলেন, ‘আমি কীভাবে আমার দল থেকে সেরাটা বের করে আনতে পারি, সেটাই ভাবি। আমি কেবল সেই কাজগুলোই করি, যেগুলো পাকিস্তান দলের জন্য ভালো।’
এদিকে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে গত ডিসেম্বরের পর থেকে নেই বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদির মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। তবে সালমান নিশ্চিত করেছেন, এই তিন সিনিয়র ক্রিকেটার এখনো ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় রয়েছেন।
তিনি জানান, ২৫ জন ক্রিকেটারের একটি পুল তৈরি করা হয়েছে এবং পর্যায়ক্রমে এই দলকেই খেলার সুযোগ দেওয়া হবে। তার ভাষায়, ‘শাহিন, বাবর ও রিজওয়ান- এই তিনজন সিনিয়র ক্রিকেটার আমাদের সেই পুলে আছে।’