images

স্পোর্টস / ক্রিকেট

কাদামাখা মাঠে প্রথমার্ধে ভুটানের জালে ১ গোল বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

১৫ জুলাই ২০২৫, ০৪:১২ পিএম

টানা দুই জয়ে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ নারী দল সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে। মঙ্গলবার ভুটানের বিপক্ষে প্রথম লেগের শেষ ম্যাচেও দারুণ খেলেছে লাল-সবুজের মেয়েরা। প্রথম লেগের শেষ ম্যাচেও ভুটানের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

যদিও বসুন্ধরা কিংস অ্যারেনার মাঠ ছিল একেবারেই খেলার অনুপযোগী। টানা বৃষ্টিতে সারা মাঠজুড়ে কাদা জমে থাকায় খেলোয়াড়দের স্বাভাবিক খেলা বাধাগ্রস্ত হয়েছে।

ম্যাচ শুরুর মাত্র দুই মিনিটেই তৃষ্ণা রানীর একটি শট কাদায় আটকে যায়। তবে সপ্তম মিনিটে শান্তি মারডি তিনবারের চেষ্টায় গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন ১-০ ব্যবধানে। ভুটানের গোলরক্ষক প্রথমবার শান্তির শট আটকে দিলেও, শেষ পর্যন্ত জোরালো প্রচেষ্টায় গোল আদায় করে নেন এই ফরোয়ার্ড।

এরপর বাকি সময়জুড়ে কাদাময় মাঠে দুই দলের খেলোয়াড়রা বেশ বেগ পেতে থাকেন। বল ঠিকভাবে রিসিভ কিংবা পাস দেওয়া ছিল কঠিন। অনেক সময় খেলোয়াড়রা বলের পেছনে দৌড়াতে গিয়ে মাটিতে পড়ে যান।

তবুও বাংলাদেশ দলের আক্রমণভাগ ছিল বেশ সক্রিয়। বিরতির ঠিক আগে বাম দিক দিয়ে শান্তি মারডি কয়েকটি বল পোস্টের দিকে বাড়ালেও তা থেকে গোলের দেখা মেলেনি। শেষ পর্যন্ত ১-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে টাইগ্রেসরা।