images

স্পোর্টস / ক্রিকেট

ঢাকাতেই এসিসি বার্ষিক সভা, ভারতকেও আশা করছে বিসিবি

স্পোর্টস ডেস্ক

১৫ জুলাই ২০২৫, ০১:৫৭ পিএম

বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মুহূর্ত। প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম)। ২৪ জুলাই অনুষ্ঠিতব্য এই সভাকে কেন্দ্র করে দেশীয় ও আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে বেশ উত্তেজনা কাজ করছে। এসিসির মতো প্রভাবশালী সংস্থার এমন একটি গুরুত্বপূর্ণ সভা আয়োজন করতে পারা নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জন্য বড় অর্জন।

সম্প্রতি গুঞ্জন উঠেছিল, রাজনৈতিক পরিবেশের কারণে সভাটি হয়তো ঢাকার পরিবর্তে দুবাইয়ে স্থানান্তর করা হতে পারে। তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম এসব গুঞ্জন দৃঢ়ভাবে নাকচ করে দিয়েছেন। এমনটাই জনায় ক্রিকবাজের এক প্রতিবেদনে। 

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, এশিয়ান ক্রিকেট কাউন্সিল আমাদের মহাদেশীয় ক্রিকেটের মূল নিয়ন্ত্রক সংস্থা। এত বড় কোনো সভার আয়োজন আমরা আগে করিনি। এটা আমাদের জন্য বড় সুযোগ, বড় গর্ব।

তিনি আরও জানান, ২৩ জুলাই অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিদের সম্মানে একটি অফিসিয়াল ডিনার এবং পরদিন ২৪ জুলাই মূল সভা অনুষ্ঠিত হবে ঢাকার একটি অভিজাত হোটেলে।

ভারতের প্রতিনিধিদের সরাসরি উপস্থিতি নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও, তারা ভার্চুয়ালি অংশ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক পরিস্থিতির কারণে ভারতের অংশগ্রহণ নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছে, তবে বিসিবি এখনো আশা রাখছে সব দেশের প্রতিনিধিরাই কোনো না কোনোভাবে অংশগ্রহণ করবেন।