স্পোর্টস ডেস্ক
১৫ জুলাই ২০২৫, ১২:১৮ পিএম
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে আবারও শুরু হয়েছে তোড়জোড়। বিসিবির সবচেয়ে লাভজনক এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট ঘিরে যেমন অর্থের জোয়ার, তেমনি রয়েছে নানা বিশৃঙ্খলা ও প্রশ্ন। নতুন করে বিপিএল আয়োজন নিয়ে এবার চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিপিএলের সর্বশেষ আসর হয়েছিল সাবেক সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে। এবার দায়িত্বে আছেন নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাঁর সামনে নতুন করে বিপিএল সফলভাবে আয়োজনের কঠিন চ্যালেঞ্জ।
সাম্প্রতিক কয়েকদিন ধরে বিসিবিতে চলছে বৈঠক ও পরিকল্পনা। সোমবার এ বিষয়ে বৈঠকে বসেন বিসিবির কয়েকজন পরিচালক। উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি, বিপিএল গভর্নিং কাউন্সিলের সভাপতি মাহবুবুল আনাম, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমসহ অন্যরা। আলোচনায় যোগ দেন সাবেক অধিনায়ক তামিম ইকবালও।
আজ (মঙ্গলবার) বিসিবির গভর্নিং কাউন্সিল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবে। কীভাবে বিপিএলকে আরও গুছিয়ে আয়োজন করা যায়, সেই বিষয়ে মতামত নেওয়া হবে। বিসিবির লক্ষ্য আগস্টের মধ্যেই ফ্র্যাঞ্চাইজি দলগুলো চূড়ান্ত করা এবং সেপ্টেম্বরে প্লেয়ার্স ড্রাফট আয়োজন করা।
তবে বিসিবির একটি সূত্র জানিয়েছে, দল পাওয়া নিয়ে বেশ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। কারণ, নির্বাচিত সরকার না থাকায় বড় প্রতিষ্ঠানগুলো অংশ নিতে অনাগ্রহ দেখাচ্ছে। আবার যারা আগ্রহ দেখাচ্ছে, তাদের দীর্ঘমেয়াদি ভিত্তি নেই।
সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে নতুন আসরের বিপিএল মাঠে গড়াতে পারে।