স্পোর্টস ডেস্ক
১৪ জুলাই ২০২৫, ০৬:০২ পিএম
পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) কোটি কোটি রুপির আর্থিক অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে পাকিস্তানের মহামান্য নিরীক্ষক। ২০২৩ সালে বোর্ডের দায়িত্বে থাকা মোহসিন নকভি ও জাকা আশরাফের সময় এই অনিয়ম ঘটে বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুসারে দুর্নীতির প্রধান যে অনিয়মগুলো ধরা পড়েছে তার মধ্যে রয়েছে:
- আন্তর্জাতিক ম্যাচে পুলিশের জন্য খাবার সরবরাহ বাবদ ৬৩.৩৯ মিলিয়ন রুপি (৬ কোটি ৩৩ লাখ ৯০ হাজার) ভুয়া বিল হিসেবে দেখানো হয়েছে।
- করাচির হাই পারফরম্যান্স সেন্টারে অনুমোদন ছাড়া তিনজন অনূর্ধ্ব-১৬ কোচ নিয়োগ দেওয়া হয়, যার ফলে ৫.৪ মিলিয়ন রুপি (৫৪ লাখ) অতিরিক্ত খরচ হয়।
- ম্যাচ অফিসিয়ালদের অতিরিক্ত ৩.৯ মিলিয়ন রুপি প্রদান করা হয়, যা ম্যাচ-ফিক্সিংয়ের সম্ভাব্য ইঙ্গিত বহন করে।
- মিডিয়া ডিরেক্টর পদে ৯ লাখ রুপি মাসিক বেতনে নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে।
- টিকিট বিক্রির চুক্তি প্রতিযোগিতামূলক টেন্ডার ছাড়া দেওয়া হয়েছে।

এইসব ঘটনায় পিসিবির প্রশাসনিক দুর্বলতা ও স্বচ্ছতার অভাব আবারও সামনে এসেছে।
উল্লেখ্য, পাকিস্তান সম্প্রতি ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতাশাজনক পারফরম্যান্স দেখিয়েছে এবং আগেভাগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। সেই সঙ্গে, গত দুই বছরে কোচ ও অধিনায়ক বদলের ধারাবাহিকতাও সমালোচনার কেন্দ্রে।
বর্তমানে বোর্ডের চেয়ারম্যান মোহসিন নকভি, যিনি একই সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন, তাঁর উপর বাড়তি নজরদারি শুরু হয়েছে। তবে তাঁর মন্ত্রিপরিষদের পদ থাকায় আইনি সুরক্ষা পাচ্ছেন তিনি।