images

স্পোর্টস / ফুটবল

বামন ভাড়া করে বিপদে ইয়ামাল

স্পোর্টস ডেস্ক

১৪ জুলাই ২০২৫, ০৪:২১ পিএম

বার্সেলোনার উদীয়মান তারকা লামিন ইয়ামাল সম্প্রতি নিজের ১৮তম জন্মদিন উদযাপন করেছেন নিজ শহরে পরিবার ও বন্ধুদের সঙ্গে। তবে এই উদযাপনে ঘটে যাওয়া একটি ঘটনায় এখন তিনি বিতর্কের মুখে।

গুঞ্জন রয়েছে, ইয়ামাল তার জন্মদিনের অনুষ্ঠানে বিনোদনের জন্য ভাড়া করেছিলেন কয়েকজন বামন মানুষকে। বিষয়টি নিয়ে স্পেনের একটি সংগঠন, অ্যাকন্ড্রোপ্লাসিয়া অ্যান্ড আদার স্কেলেটাল ডিসপ্লাসিয়াস উইথ ডোয়ার্ফিজম (এডিইই), তীব্র আপত্তি জানিয়েছে।

সংগঠনটির মতে, একজন তারকা ব্যক্তি যখন এমন কিছু করেন, তখন সেটি সমাজে নেতিবাচক বার্তা দেয়। তারা বলছে, বামন অবস্থাকে বিনোদনের উপকরণ হিসেবে ব্যবহার করা অসম্মানজনক এবং বৈষম্যমূলক।

এডিইই সভাপতি ক্যারোলিনা পুয়েন্তে বলেন, 'একবিংশ শতাব্দীতে এসেও এমন ব্যবহার অগ্রহণযোগ্য। যেকোনো পরিস্থিতিতেই আমাদের শারীরিক বৈশিষ্ট্যকে বিনোদনের অংশ করা ঠিক নয়।'

তিনি আরও বলেন, 'প্রভাবশালী কেউ এমন কিছু করলে তার প্রভাব হয় আরও বেশি ভয়াবহ। এটা সমাজে বৈষম্যকে স্বাভাবিক করে তোলে। আমাদের শিখতে হবে সবাইকে সম্মান দিতে।'

স্পেনের আইন অনুযায়ী, কারো শারীরিক বৈশিষ্ট্য নিয়ে কাউকে হাস্যরসের অংশ করা অপরাধ। তাই ইয়ামালের জন্মদিনে এমন আয়োজন আইন লঙ্ঘনের শামিল হতে পারে। এডিইই জানিয়েছে, তারা এ নিয়ে আইনি পদক্ষেপ নিতে প্রস্তুত।