স্পোর্টস ডেস্ক
১৪ জুলাই ২০২৫, ০২:৫৮ পিএম
লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে ভালো খেললেও মাঠে আচরণে সীমা অতিক্রম করে শাস্তির মুখে পড়েছেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ। বেন ডাকেটকে আউট করার পর অতিরিক্ত উদযাপন করায় তাকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
ঘটনাটি ঘটে চতুর্থ দিনের সকালের সেশনে। ওপেনার ডাকেটকে আউট করার পর উদযাপনে উত্তেজিত হয়ে ওঠেন সিরাজ। তিনি ব্যাটারের খুব কাছে গিয়ে চিৎকার করেন, কিছু বলেন এবং দুজনের মাঝে হালকা ধাক্কাও লাগে। বিষয়টি আইসিসির চোখ এড়ায়নি।
আইসিসি এক বিবৃতিতে জানায়, আউট করার পর সিরাজ তার ফলো-থ্রুতে ব্যাটারের খুব কাছে গিয়ে উদযাপন করেন এবং ডাকেট যখন প্যাভিলিয়নের দিকে হাঁটছিলেন, তখন তাদের শরীরে ধাক্কা লাগে। আইসিসির আচরণবিধির ২.৫ ধারা অনুযায়ী, এটি এমন আচরণ যা ব্যাটারকে অপমান করতে পারে বা প্রতিক্রিয়া উসকে দিতে পারে।
এ ঘটনায় সিরাজ নিজের দোষ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। এই ডিমেরিট পয়েন্ট যোগ হওয়ার ফলে তার মোট ডিমেরিট সংখ্যা দাঁড়াল ২-এ। ২৪ মাসের মধ্যে যদি কারও ৪ বা তার বেশি ডিমেরিট পয়েন্ট হয়, তা সাসপেনশন পয়েন্টে রূপ নেয় এবং ম্যাচ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
ইংল্যান্ডের ব্যাটিং কোচ মার্কাস ট্রেস্কোথিক বলেন, এটা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ। আবেগ থাকবেই। মাঝে মাঝে উত্তেজনা চরমে পৌঁছায়। আমরা এতে অস্বস্তি বোধ করছি না। তবে সিরাজের জন্য এটি সতর্কবার্তা। ভবিষ্যতে এমন আচরণে তিনি বড় শাস্তির মুখেও পড়তে পারেন। এখনই সংযত হওয়াই তার জন্য শ্রেয়।