images

স্পোর্টস / ক্রিকেট

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়ে ভাবনা জানালেন সাকিব

স্পোর্টস ডেস্ক

১৪ জুলাই ২০২৫, ১২:২৪ পিএম

অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছেন আগেই। তবে এখনও ক্রিকেট থেকে বিদায় জানানোর কোনো পরিকল্পনা নেই এই বিশ্বসেরা অলরাউন্ডারের। খেলা উপভোগ করেন বলেই চালিয়ে যেতে চান মাঠের লড়াই।

গত বছর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের পর থেকে জাতীয় দলে আর দেখা যায়নি সাকিবকে। দেশে ফিরে টেস্ট ক্রিকেট থেকে অবসরের পরিকল্পনা থাকলেও তা সম্ভব হয়নি। পরে তার বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর অ্যাকশন শুধরে আবার ফিরেছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে।

সম্প্রতি পিএসএলে অংশ নেওয়ার পর এখন খেলছেন গ্লোবাল সুপার লিগে (জিএসএল)। এই টুর্নামেন্টের প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স করেন তিনি। যদিও পরের দুই ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি। সর্বশেষ গায়ানার বিপক্ষে বড় হারায় সেমিফাইনালে ওঠার সম্ভাবনা অনেকটাই শেষ হয়ে গেছে সাকিবের দল দুবাই ক্যাপিটালসের।

এই ম্যাচে মাঠে নামার আগে ক্রিকেট ছাড়ার পরিকল্প নিয়ে সাকিব বলেন, 'সম্ভবত খেলাটির প্রতি ভালোবাসার জন্য। অনুর্ধ্ব-১৫, অনুর্ধ্ব ১৯ খেলার সময়কার মতো এখনও আমি খেলাটাকে ভালোবাসি। আমি এখনও খেলাটাকে উপভোগ করছি। আমি মনে করি সেটা খুবই গুরুত্বপূর্ণ। যতদিন পর্যন্ত উপভোগ করবো, ততদিন খেলা চালিয়ে যাব।'

আগামী ১৬ জুলাই গ্লোবাল সুপার লিগে নিজেদের শেষ ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে সাকিবের দল। এরপর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে যাবেন তিনি। এছাড়া সামনে আরও কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগে দেখা যেতে পারে তাকে।