স্পোর্টস ডেস্ক
১৩ জুলাই ২০২৫, ০৩:২৪ পিএম
ওয়ানডে সিরিজের মতো টি-টোয়েন্টি সিরিজেও বাজে শুরু করেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে হেরে পিছিয়ে টাইগাররা। আজ সিরিজে টিকে থাকতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়, ভেন্যু এবার ডাম্বুলা।
ডাম্বুলার রাঙগিরি স্টেডিয়ামে এটি বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। যদিও এখানে তারা আগে ওয়ানডে এবং টেস্ট খেলেছে। টি-টোয়েন্টিতে এই মাঠে এখন পর্যন্ত গড় স্কোর খুব বেশি নয়, দেড়শর আশপাশেই থাকে। তবে রাতের ম্যাচে পিচ তুলনামূলকভাবে ব্যাটিংবান্ধব হয়, তাই টস আজ গুরুত্বপূর্ণ হতে পারে।
প্রথম ম্যাচে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই হতাশ করেছে বাংলাদেশ। দল সঠিক ছন্দে নেই, খেলোয়াড়দের আত্মবিশ্বাসও অনেকটা নিচে। বিশেষ করে অধিনায়ক লিটন দাসের ফর্ম নিয়ে বড় দুশ্চিন্তায় টিম ম্যানেজমেন্ট।
স্পিন কোচ মুশতাক আহমেদ বলছেন, “স্মার্ট ও আগ্রাসী ক্রিকেট খেলতে হবে। ভয় পেলে চলবে না।” হেড কোচ ফিল সিমন্স বলেন, “এভাবে চলতে পারে না। মাঠে সেরা পারফরম্যান্স দেখাতেই হবে।”
টাইগার কোচ সিমন্স বলেন, বাংলাদেশ দলে প্রতিভার অভাব নেই, অভিজ্ঞ খেলোয়াড়ও রয়েছে। কিন্তু ধারাবাহিকতা আর আত্মবিশ্বাসের ঘাটতি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
সিরিজ বাঁচাতে হলে আজ জয়ের কোনও বিকল্প নেই বাংলাদেশের সামনে। ভুলের কোনও সুযোগ নেই—জিততেই হবে। এখন দেখার, টাইগাররা কি পারবে ঘুরে দাঁড়াতে? নাকি এক ম্যাচ হাতে রেখেই শেষ হয়ে যাবে সিরিজ স্বপ্ন?