স্পোর্টস ডেস্ক
১৩ জুলাই ২০২৫, ১০:০৪ এএম
ইংল্যান্ড সফরে ৫ টেস্টের সিরিজ খেলছে ভারত। ১-১ সমতায় থেকে তৃতীয় টেস্টে দুই দল মাঠে নেমেছে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। হোম অব ক্রিকেটের এই মাঠে গতকাল অনুষ্ঠিত হয়েছে তৃতীয় দিনের খেলা। আর এ দিনেই দেখা মিলেছে বিরল এক ঘটনার।
লর্ডসে প্রথম ইনিংসে আগে ব্যাট করেছে ইংল্যান্ড। জশপ্রীত বুমরা-মোহাম্মদ সিরাজদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ইংলিশরা স্বভাবসুলভ বাজবল খেলতে পারেনি। তবে জো রুটের অভিজ্ঞতা আর দক্ষতায় খেলা শতরানের ইনিংস, আর জেইমি স্মিথ, বেন স্টোকস, ওলি পোপদের দৃঢ়তা, একই সঙ্গে শেষদিকে ব্রাইডন কার্সের ৫৬ রানের ইনিংসের সুবাদে স্বাগতিকরা গড়ে ৩৮৭ রানের সংগ্রহ।
ভারত প্রথম ইনিংসের ব্যাট করতে নামার বল হাতে তেমন একটা বিপদ ডেকে আনতে পারেনি ইংলিশ বোলাররা। জোফরা আর্চার আগুনে বোলিং করলেও তা সামলে নিয়েছেন ভারতের ব্যাটার। তৃতীয় দিনের সকালটা ছিল শুবমান গিলের দলেরই। তবে শেষদিকে ঘুরে দাঁড়ায় ইংলিশরা। এক পর্যায়ে ভারতও অল আউট হয় ৩৮৭ রানেই।
একই টেস্টের প্রথম ইনিংসে দুই দলেরই রান সমান হওয়ার ঘটনা লাল বলের ক্রিকেটে তেমন একটা দেখা যায় না। সব মিলিয়ে লম্বা সংস্করণের এই খেলায় এমন ঘটনা ঘটেছে এবার নিয়ে মোট ৯ বার। ১৯১০ সালে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে প্রথম ঘটেছিল এ ঘটনা। এরপর সবশেষ ঘটেছিল ২০১৫ সালে।
সেবারও ইংল্যান্ডেরই ম্যাচ ছিল, লিডসে নিউজিল্যান্ডের বিপক্ষে মঠে নেমেছিল ইংলিশরা। সেবার ম্যাচটি হেরেছিল ইংলিশরা, এবার লর্ডসে ভারতের বিপক্ষে ম্যাচটি জিততে পারে কি না ইংল্যান্ড তাই দেখতে এখন মুখিয়ে ক্রিকেটপ্রেমীরা।