images

স্পোর্টস / ক্রিকেট

প্রথম ইনিংস শেষে সমতায় ভারত-ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

১৩ জুলাই ২০২৫, ০৯:০৩ এএম

লর্ডস টেস্টে এক দারুণ দিনে রোমাঞ্চ আর উত্তেজনা দুই-ই থাকল জমজমাট। রাহুলের সেঞ্চুরি, জাদেজার ধারাবাহিক ফিফটি আর ভারতের ৩৮৭ রানে থামা ইনিংস- সব মিলিয়ে ইংল্যান্ডের প্রথম ইনিংসের সমান রান তুলল সফরকারীরা। ম্যাচ এখন কার্যত দ্বিতীয় ইনিংসের লড়াইয়ে গড়িয়েছে।

তবে দিনের শেষ দিকে জমে উঠেছিল নাটক। জাক ক্রলি যখন আচমকা ফিজিও ডাকলেন, তখন সন্দেহটা তৈরি হতেই পারে- সময় নষ্টের চেষ্টা? কারণ তখন দিনের শেষ সময় ৬টা ৩০ বাজতে মাত্র কয়েক সেকেন্ড বাকি, আর বুমরার ওভারের একটি বলও বাকি। ভারতীয় ফিল্ডাররা ক্ষিপ্ত হয়ে ঘিরে ধরেন ক্রলিকে, অধিনায়ক শুভমান গিলও তর্কে জড়িয়ে পড়েন।

পুরো ম্যাচ জুড়েই এই ধরনের বিলম্ব হয়েছে, যার মধ্যে ছিল কয়েকটি অনির্ধারিত ড্রিংক্স ব্রেকও। দিনশেষে ইংল্যান্ড খেলেছে মাত্র এক ওভার, স্কোরবোর্ডে তুলেছে ২ রান, উপরে উপরে এগিয়ে থেকে দিন শেষ করল স্বাগতিকরা।

শনিবার সকালে ১৪৫-৩ থেকে ব্যাটিং শুরু করে ভারত। রাহুল ছিলেন ৫৩ রানে অপরাজিত, সঙ্গী পন্ত ১৯ রানে। গরম ও ক্লান্তিকর কন্ডিশনে ধৈর্য রেখে খেলে যাচ্ছিলেন দুজনই। প্রথম সেশনে কোনো উইকেট না হারিয়েই এগোচ্ছিল ভারত। কিন্তু লাঞ্চের ঠিক আগে হঠাৎই বিপত্তি। ৯৮ রানে থাকা রাহুলকে স্ট্রাইক দিতে গিয়ে রান নেওয়ার চেষ্টা করেন পান্ত। কিন্তু দুর্দান্ত সরাসরি থ্রোয়ে স্টোকস ভেঙে দেন স্টাম্প, রানআউট হয়ে যান পন্ত।

403609

পন্তের আত্মত্যাগ অবশ্য বিফলে যায়নি। লাঞ্চের পরপরই রাহুল পৌঁছে যান শতকে- ৬১তম টেস্টে ১০ম সেঞ্চুরি, লর্ডসে দ্বিতীয়। কিন্তু সেটাই হয় তাঁর শেষ বল। অফস্পিনার বশিরের ফ্লাইটেড ডেলিভারিতে এগিয়ে এসে খেলতে গিয়ে স্লিপে ধরা পড়েন হ্যারি ব্রুকের হাতে।

চা-বিরতির পর রেড্ডি (৩০) বিদায় নেন স্টোকসের এক ভয়ংকর লাফিয়ে ওঠা বলে, উইকেটকিপার স্মিথ লুফে নেন ক্যাচ। এরপর নতুন নাম্বার ছয়ে ব্যাটিং করতে নামা রবীন্দ্র জাদেজা হাঁকান টানা তৃতীয় ফিফটি, আগের দুই ইনিংসে ছিল ৮৯ ও অপরাজিত ৬৯। জাদেজা পরে রুটকে ছক্কা হাঁকান, কিন্তু এরপরই ক্রিস ওকসের এক লেগসাইড বল ডিফ্লেক্ট করে কিপারের হাতে ধরা পড়েন- ‘স্ট্র্যাংলড’ আউট।

টেইলএন্ডার আকাশ দীপ দেখিয়ে দিলেন তিনি শুধু বোলার নন। আর্চারের নতুন স্পেলের প্রথম বলেই সজোরে ছক্কা মারেন লং লেগ দিয়ে। তবে বেশিক্ষণ টেকেননি, ব্রুকের দুর্দান্ত স্লিপ ক্যাচে শেষ হয় তাঁর ইনিংস। এরপর ওকস ফেরান বুমরাহকে, আর ওভার শেষ হওয়ার আগেই ওয়াশিংটন সুন্দর আউট হন আর্চারের বলে, লং স্টপে ক্যাচ দেন ব্রুককে।

ইংল্যান্ডের ৩৮৭ রানের জবাবে ভারতও থামে সমান রানেই। দুদলের ইনিংসই শেষ। স্কোর সমান। এখন লড়াই দ্বিতীয় ইনিংসে- একটি মাত্র ইনিংসের খেলা বাকি, যেখানে যার ব্যাট-বলের দাপট বেশি, জিতবে তারাই। এই টেস্টে উত্তেজনা, গতি আর চাপ- সবকিছু একসাথে। সিরিজ এখন ১-১ এ সমতায়, লর্ডস টেস্টের ফলই হয়তো নির্ধারণ করবে কোন দল এগিয়ে যাবে সিরিজে।