স্পোর্টস ডেস্ক
১২ জুলাই ২০২৫, ০৩:২৫ পিএম
লর্ডসে ভারতের বিপক্ষে চলমান টেস্টে দুর্দান্ত এক রেকর্ড নিজের করে নিলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জো রুট। ব্যাট হাতে সেঞ্চুরির পর ফিল্ডিং দিয়েও গড়লেন ইতিহাস। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ক্যাচ ধরা নন-উইকেটকিপার এখন তিনি।
রুটের রেকর্ড গড়া ২১১তম ক্যাচটি আসে ভারতের ইনিংসের ২১তম ওভারে। বেন স্টোকসের বল ব্যাট ছুঁয়ে স্লিপে চলে গেলে ডানদিকে ঝাঁপিয়ে এক হাতে ক্যাচটি তালুবন্দি করেন রুট। ক্যাচটি আসে করুণ নায়ারের উইকেট থেকে।
এই ক্যাচ ধরেই তিনি টপকে যান ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়কে, যার ছিল ২১০ ক্যাচ। এখন টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি ক্যাচ ধরা নন-উইকেটকিপার হিসেবে এককভাবে শীর্ষে রুট।
সর্বোচ্চ ক্যাচধারী নন-উইকেটকিপাররা (টেস্টে):
জো রুট (ইংল্যান্ড) – ২১১
রাহুল দ্রাবিড় (ভারত) – ২১০
মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা) – ২০৫
স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া) – ২০০
জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা) – ২০০
রুট এই কীর্তি গড়েছেন মাত্র ১৫৬ টেস্টে, যেখানে দ্রাবিড়কে লেগেছিল ১৬৪ ম্যাচ। ক্যাচ প্রতি ইনিংসে রুটের গড় ০.৭১২। ফিল্ডিংয়ে রেকর্ড গড়ার আগেই ব্যাট হাতে দারুণ কীর্তি গড়েন রুট। ম্যাচের প্রথম ইনিংসে করেন ১০৪ রান যা লর্ডসে টানা তিন ইনিংসে তার তৃতীয় সেঞ্চুরি।
এ নিয়ে টেস্টে রুটের শতকসংখ্যা দাঁড়াল ৩৭টিতে, যা সর্বকালের তালিকায় তাকে পঞ্চম স্থানে তুলে দিয়েছে। সঙ্গে ভারতের বিপক্ষে তার শতকের সংখ্যা হলো ১১টি যা যৌথভাবে সবচেয়ে বেশি (স্টিভ স্মিথের সঙ্গেও সমান)।