স্পোর্টস ডেস্ক
১০ জুলাই ২০২৫, ১২:০৯ পিএম
টেনিসপ্রেমীদের জন্য বড় খবর! ফ্রেঞ্চ ওপেনে সেমিফাইনালে মুখোমুখি হওয়ার মাত্র এক মাসের মাথায় আবারও একই মঞ্চে দেখা হচ্ছে ইয়ানিক সিনার ও নোভাক জোকোভিচের। ফ্রেঞ্চ ওপেনে অভিজ্ঞ জোকোভিচকে স্ট্রেট সেটে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন তরুণ ইতালিয়ান সিনার। এবার উইম্বলডনের সেমিফাইনালেও মুখোমুখি হচ্ছেন তারা।
বুধবার কোয়ার্টার ফাইনালে জয় তুলে নিয়ে সেমিফাইনালে জায়গা করে নেন দুই তারকা। বিশ্বসেরা ইয়ানিক সিনার যুক্তরাষ্ট্রের বেন শেলটনকে হারিয়েছেন ৭-৬ (৭/২), ৬-৪, ৬-৪ গেমে। অন্যদিকে, সাতবারের উইম্বলডন চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ ৪ সেটের লড়াইয়ে হারান ইতালির ফ্ল্যাবিও কোবোলিকে ৬-৭ (৬/৮), ৬-২, ৭-৫, ৬-৪ গেমে।
এই জয়ের মাধ্যমে জোকোভিচ রেকর্ড গড়েছেন উইম্বলডনে সবচেয়ে বেশি (১৪ বার) সেমিফাইনালে ওঠার। এর আগে ১৩ বার সেমিফাইনাল খেলেছেন রজার ফেদেরার। এছাড়া, এটি জোকোভিচের ক্যারিয়ারের ৫২তম গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনাল, যা পুরুষ এককে সর্বোচ্চ।
উইম্বলডনের আরেক সেমিফাইনালে মুখোমুখি হবেন বর্তমান চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ ও যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজ। তরুণ-অভিজ্ঞতার এই জমজমাট লড়াইয়ে শুক্রবার আবারও টেনিসপ্রেমীরা অপেক্ষা করছেন নতুন ইতিহাস দেখার। সিনার কি পারবেন আবারও থামাতে জোকোভিচকে? নাকি ফ্রেঞ্চ ওপেনের সেই হারের বদলা নেবেন সার্বিয়ান কিংবদন্তি?