স্পোর্টস ডেস্ক
০৯ জুলাই ২০২৫, ০৮:০৮ পিএম
শ্রীলঙ্কা সফরের ওয়ানডে দল ঘোষণার সময় মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে এক মন্তব্য ঘিরে সমালোচনার মুখে পড়েছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। অলরাউন্ডার ঘাটতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ‘যত দিন মিরাজ দলে আছে, তত দিন মোসাদ্দেকের সুযোগ নাই।’ এই মন্তব্যকে অনেকেই অপেশাদার এবং এক খেলোয়াড়ের প্রতি অসম্মানজনক বলে মনে করেন।
আজ (মঙ্গলবার) বিকেলে শ্রীলঙ্কার পাল্লেকেলেতে বাংলাদেশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের সেই মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেন লিপু। তিনি বলেন, ‘ভালোই হলো প্রশ্নটা উঠেছে। আমি যেটা বলেছিলাম, সেটা লাইভ অনুষ্ঠানে বলেছিলাম। অনেক প্রশ্নের উত্তর দিতে গিয়ে অসাবধানতা হয়েছিল। এখন বুঝি, আমার শব্দ চয়নে ভুল ছিল। আমার বলা উচিত ছিল—মিরাজ থাকলে মোসাদ্দেকের সুযোগ ক্ষীণ। কিন্তু সেটা বলতে পারিনি।’
একজন জাতীয় দলের ক্রিকেটার সম্পর্কে এভাবে মন্তব্য করা উচিত হয়নি বলেও স্বীকার করেন প্রধান নির্বাচক। তিনি আরও জানান, চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচ চলাকালে নিজের বক্তব্য শুনেই তিনি বুঝতে পেরেছেন, উপস্থাপনায় ভুল হয়েছে।
লিপু জানান, দুই দিন পর মোসাদ্দেকের সঙ্গে তাঁর সরাসরি দেখা হয় এবং তিনি ব্যক্তিগতভাবে দুঃখপ্রকাশ করেন। ‘আমি তাকে সরাসরি বলেছি, সরি। আমি ওভাবে বলতে চাইনি। বলেছি, ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স করলে অবশ্যই সে আমাদের নজরে থাকবে।’