images

স্পোর্টস / ক্রিকেট

সেমিফাইনালের আগে ঝামেলায় রিয়াল মাদ্রিদ, অনিশ্চয়তায় ম্যাচ

স্পোর্টস ডেস্ক

০৯ জুলাই ২০২৫, ০৪:৪১ পিএম

ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালের আগে চরম বিড়ম্বনায় পড়েছে স্পেনের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। আবহাওয়ার কারণে তাদের নির্ধারিত ফ্লাইট সময়মতো নিউইয়র্কে পৌঁছাতে পারেনি। এতে করে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলন এবং সংবাদ সম্মেলন, দুই দিকেই ব্যাঘাত ঘটে।

রিয়াল মাদ্রিদের ফ্লাইটটি ফ্লোরিডার পাম বিচ থেকে নিউ জার্সির পথে রওনা দেয়। সেখানে যাওয়ার সময় প্রথমে এক ঘণ্টা দেরিতে উড্ডয়ন করে বিমানটি। এরপর গন্তব্যে পৌঁছানোর আগমুহূর্তে ঝড়ের কবলে পড়ে ফের আকাশেই এক ঘণ্টা কাটাতে হয়। ফলে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর অবতরণ করতে হয় রিয়ালের খেলোয়াড় ও কোচিং স্টাফদের।

এই দেরির কারণে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অংশ নিতে পারেননি রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসো, মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে এবং গোলরক্ষক থিবো কোর্ত্তোয়া। পাশাপাশি ম্যাচের আগের গুরুত্বপূর্ণ অনুশীলন সেশনটিও বাতিল করতে হয়েছে।

অন্যদিকে, প্রতিপক্ষ পিএসজি (প্যারিস সেন্ট জার্মেইন) ঠিকঠাকভাবেই প্রস্তুতি সম্পন্ন করেছে। নিউ জার্সির রাটগার্স ইউনিভার্সিটির মাঠে স্বাচ্ছন্দ্যে অনুশীলন করেছে তারা। ইউরোপের বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, পিএসজি প্রস্তুতিতে বেশ এগিয়ে আছে।

এবারের ক্লাব বিশ্বকাপ জুড়েই আবহাওয়া ছিল খেলোয়াড়দের জন্য বেশ দুশ্চিন্তার। বৈরী আবহাওয়ার কারণে গ্রুপপর্বের কয়েকটি ম্যাচের সময়সূচি পর্যন্ত পরিবর্তন করতে হয়েছিল ফিফাকে।

এখন সবার চোখ সেমিফাইনালের দিকে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বুধবার রাতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও পিএসজি। এই ম্যাচের বিজয়ী দল আগামী রোববার বাংলাদেশ সময় রাত ১টায় ফাইনালে খেলবে ২০২১ সালের চ্যাম্পিয়ন ইংলিশ ক্লাব চেলসির বিপক্ষে।

এদিকে ম্যাচের দিন নিউ ইয়র্কে ঝড়ের পূর্বাভাস থাকায় খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। মার্কিন আবহাওয়া কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, এবং আবহাওয়া আরও খারাপ হলে ম্যাচ সূচিতে শেষ মুহূর্তে পরিবর্তন আসতে পারে। ৮০ হাজার দর্শক ধারণক্ষম মেটলাইফ স্টেডিয়ামে এই মহারণ নিয়ে ফুটবল বিশ্বে উত্তেজনা তুঙ্গে, তবে প্রকৃতির ঝড় মাঠের লড়াইয়ের উত্তেজনাকে ম্লান করার শঙ্কায়।