images

স্পোর্টস / ফুটবল

পিএসজির বিপক্ষে লড়াইয়ের আগে এমবাপের রহস্যময় বার্তা

স্পোর্টস ডেস্ক

০৯ জুলাই ২০২৫, ০৪:৩৪ পিএম

রিয়াল মাদ্রিদের হয়ে সাবেক ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) বিপক্ষে মাঠে নামার আগে সামাজিক মাধ্যমে রহস্যময় বার্তা দিয়েছেন কিলিয়ান এমবাপে। বুধবার (৯ জুলাই) নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে স্প্যানিশ জায়ান্টদের মুখোমুখি হবে ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

বুরুশিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে রিয়াল। ওই ম্যাচে শুরুতে বেঞ্চে ছিলেন এমবাপে, কারণ অসুস্থতার কারণে টুর্নামেন্টের শুরুটা মিস করেছিলেন তিনি।তার অনুপস্থিতিতে আলো ছড়িয়েছেন স্প্যানিশ তরুণ ফরোয়ার্ড গনসালো গার্সিয়া। ক্লাব বিশ্বকাপে জাবি আলোনসোর অধীনে এখন পর্যন্ত ৫ ম্যাচে করেছেন ৪ গোল, যার মধ্যে ডর্টমুন্ডের বিপক্ষে ১০ মিনিটেই দেন প্রথম গোল।

তবে বেঞ্চ থেকে উঠে এসেই আলোচনার কেন্দ্রে চলে আসেন এমবাপে। ম্যাচের স্টপেজ টাইমে অ্যাক্রোবেটিক ওভারহেড কিকে রিয়ালের তৃতীয় ও জয়সূচক গোলটি করেন তিনি। পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষে গত গ্রীষ্মে ফ্রি এজেন্ট হিসেবে রিয়ালে যোগ দেওয়া এই ফরাসি তারকা এর মধ্যেই হয়ে উঠেছেন দলটির প্রাণভোমরা।

Screenshot_2025-07-09_163525

এই সপ্তাহেই এমবাপে মাঠে নামতে যাচ্ছেন নিজের সাবেক ক্লাব পিএসজির বিপক্ষে। আর সেই উপলক্ষে নিজের ইনস্টাগ্রামে পিএসজির জার্সি পরা একটি ছবি পোস্ট করেছেন তিনি, যা ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা। রিয়ালে বর্তমানে ৯ নম্বর জার্সি পরে খেলছেন এমবাপে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৮ ম্যাচে করেছেন ৪৪ গোল। রিয়ালের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এক মৌসুমে সাতটি ভিন্ন টুর্নামেন্টে গোল করার কীর্তিও গড়েছেন তিনি।

এদিকে, বুধবারের ম্যাচে কে শুরু করবেন, এমবাপে না গার্সিয়া- তা নিয়ে রীতিমতো দোটানায় পড়েছেন কোচ জাবি আলোনসো। গার্সিয়া দুর্দান্ত ফর্মে থাকলেও, ফুটবল বিশ্লেষক রাউল ভারেলা মনে করছেন, সাবেক ক্লাব পিএসজির বিপক্ষে ম্যাচে এমবাপকেই প্রথম একাদশে রাখা উচিত। ভারেলার মতে, "এই ম্যাচে এমবাপের শুরু করাটা জরুরি। এই ক্লাবের বিপক্ষে তার ব্যক্তিগত এক ধরনের অসমাপ্ত লড়াই রয়েছে।"

রিয়ালে যোগ দেওয়ার পর থেকে এমবাপে এরই মধ্যে জিতেছেন উয়েফা সুপার কাপ ও ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ। বুধবারের সেমিফাইনাল জিতলে ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ইংলিশ ক্লাব চেলসি।