স্পোর্টস ডেস্ক
০৯ জুলাই ২০২৫, ০৩:৪৩ পিএম
ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজ খেলছে শ্রীলঙ্কা। ইতোমধ্যেই টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে লঙ্কানরা। এবার স্বাগতিকরা টাইগারদের মুখোমুখি হবে টি-টোয়েন্টি সিরিজে। এর আগে বড় এক দুঃসংবাদই পেয়েছে লঙ্কানরা। সংক্ষিপ্ত ফরম্যাটে খেলতে পারবেন না দলের সেরা তারকা।
বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কা পাচ্ছে না দলের অন্যতম বড় অস্ত্র ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় সিরিজ থেকে ছিটকে গেছেন এই লেগ স্পিনার।
সম্প্রতি শেষ হওয়া ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাটিং করার সময় চোট পান হাসারাঙ্গা। তার আগেই অবশ্য প্রথম ওয়ানডেতে দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস নামিয়ে সিরিজে দারুণভাবে ফেরার পথ দেখান তিনি।
তবে এবার টি-টোয়েন্টিতে তাকে ছাড়াই খেলতে নামতে হবে শ্রীলঙ্কাকে। ১০ জুলাই, বৃহস্পতিবার শুরু হবে তিন ম্যাচের সিরিজটি। চোটের কারণে হাসারাঙ্গাকে নিয়ে ঝুঁকি নিচ্ছে না শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। পরিবর্তে কাউকে দলে না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে কলম্বোর হাই পারফরম্যান্স সেন্টারে রিহ্যাব প্রক্রিয়া শুরু করেছেন হাসারাঙ্গা।
টি-টোয়েন্টি ফরম্যাটে এই বছর শুরুর দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর দল নতুনভাবে গঠনের পথে হাঁটছে শ্রীলঙ্কা। তাই স্কোয়াডে এসেছে বেশ কিছু পরিবর্তন। নেতৃত্বে আছেন চরিথ আসালাঙ্কা।
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল:
চরিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, অবিষ্কা ফার্নান্দো, দাসুন শানাকা, দুনিথ ওয়েল্লালাগে, মাহেশ থিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, চামিকা করুণারত্নে, মাথিশা পাথিরানা, নুয়ান তুষারা, বিনুরা ফার্নান্দো ও ঈশান মালিঙ্গা।