স্পোর্টস ডেস্ক
০৯ জুলাই ২০২৫, ০৩:০৮ পিএম
রিয়াল মাদ্রিদের বিপক্ষে ক্লাব বিশ্বকাপ সেমিফাইনালে পিএসজির মাঠের লড়াই শুরু হওয়ার আগেই উত্তাপ ছড়াচ্ছে পুরোনো সম্পর্ক। একপাশে লুইস এনরিকে, অন্যপাশে তার সাবেক শিষ্য কিলিয়ান এমবাপে। তবে সাংবাদিকদের চোখে যেন আরও বড় প্রশ্ন- এমবাপেকে ছাড়া এখন কি পিএসজি আরও ভালো দল? এই প্রশ্ন শুনে স্পষ্ট জবাব না দিয়ে একটা কথাতেই ইতি টানলেন এনরিকে।
তিনি বলেন, "এটা অতীত নিয়ে প্রশ্ন। আমি ভবিষ্যতের দিকেই তাকিয়ে আছি," মঙ্গলবার সংবাদ সম্মেলনে বললেন পিএসজি কোচ লুইস এনরিকে।
২০২৪ সালে ফ্রি ট্রান্সফারে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন ফ্রান্সের বিশ্বজয়ী অধিনায়ক এমবাপে। এরপর এনরিকে-নির্ভর দলটা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হয়ে গেছে যা পিএসজির ইতিহাসে প্রথম। তবুও কোচ বললেন, "আমি অতীত নিয়ে ভাবি না।"
তবে তিনি স্বীকার করলেন, নিজের সাবেক খেলোয়াড়ের বিপক্ষে মাঠে নামাটা আলাদা উত্তেজনার জায়গা তৈরি করছে। এনরিকে বলেন, "বিশ্বের সবচেয়ে সফল ক্লাবের বিরুদ্ধে খেলা মানে অতিরিক্ত প্রেরণা। অবশ্যই এটা একটা বিশেষ ম্যাচ।"
এদিকে রিয়াল-পিএসজির হাই ভোল্টেজ ম্যাচটা হবে নিউ জার্সির গরম দুপুরে। আগের দিন চেলসি ও ফ্লুমিনেন্সের ম্যাচে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, বাতাসে আর্দ্রতা ৫৪ শতাংশের ওপরে। মার্কিন আবহাওয়া অধিদপ্তর থেকে তীব্র গরমের সতর্কতাও জারি করা হয়। তবুও এনরিকে বললেন, "আমরা এ রকম আবহাওয়ার সঙ্গে অভ্যস্ত হয়ে গেছি। বিশ্বকাপে খেলতেও এমন গরম ছিল। এটা দুই দলের জন্যই চ্যালেঞ্জ। কিন্তু মাঠে নামলেই আমাদের স্বাভাবিক পারফরম্যান্স করতে হবে।"
রিয়াল-পিএসজির মধ্যকার হাই-ভোল্টেজ এই সেমিফাইনালের বিজয়ী খেলবে চেলসির বিপক্ষে। ইংলিশ ক্লাবটি মঙ্গলবার ফ্লুমিনেন্সকে জোয়াও পেদ্রোর জোড়া গোলে ২-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। এখন সবার নজর নিউ জার্সিতে- কোচ লুইস এনরিকে পারবেন কি না তার নতুন পিএসজিকে নিয়ে পুরনো শিষ্য এমবাপের নতুন ক্লাবকে হারিয়ে চূড়ান্ত লড়াইয়ে পা রাখতে।