images

স্পোর্টস / ক্রিকেট

সুযোগ দেন, একদিন হয়তো তারা ভালো খেলবে: মিরাজ

স্পোর্টস ডেস্ক

০৯ জুলাই ২০২৫, ১২:১০ পিএম

টেস্টের পর শ্রীলঙ্কা সফরে ওয়ানডে সিরিজও হেরেছে বাংলাদেশ। ১-১ সমতায় থেকে তৃতীয় ম্যাচে খেলতে নেমে টাইগাররা ম্যাচটি হেরেছে ৯৯ রানের বড় ব্যবধানে। লঙ্কানদের দেওয়া ২৮৬ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে লাল-সবুজের দল অল আউট হয়ে যায় ১৮৬ রানে। আগের দুই ম্যাচের মত গতকালও ব্যাটিংয়েই ভুগেছে মেহেদী মিরাজের দল। 

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে হারের পর অধিনায়ক জানিয়েছেন, তরুণদের আরও বেশি সুযোগ দেওয়ার পক্ষে তিনি। মিরাজ বলেন, ‘আমাদের দল এখনো তরুণ, কিছু খেলোয়াড় নতুন এসেছে। অবশ্যই আমরা সবসময় ইতিবাচক জিনিসটা ভাবি। আমাদের সময় দরকার। যদি তাদের (নতুনদের) সুযোগ দেন, একদিন হয়তো তারা ভালো খেলবে।’

হারের কারণ হিসেবে জুটি না গড়তে পারার কথাই জানিয়েছেন মিরাজ। তিনি বলেন, ‘আমাদের কিছু ভুল হয়েছে, মাঝের ওভারগুলোতে জুটি গড়তে পারেনি। শুরুতেও জুটি হয়নি। আমার মনে হয় এখানেই সমস্যা হয়েছে।’

গতকালের ম্যাচে এক সময় জয়ের সম্ভাবনাও দেখছিলেন জানিয়ে মিরাজ বলেন, ‘আমি ও তাওহিদ (হৃদয়) যেভাবে ব্যাট করছিলাম, আমরা আলোচনা করছিলাম আমাদের ইতিবাচক খেলতে হবে। যদি সুযোগ আসে, জয়ের দিকে যাব। শেষ ১০ ওভারে আমরা চেষ্টা করব। হ্যাঁ, কখনো কখনো এমন হতে পারে। কিন্তু আমরা চেষ্টা করেছি।’